Aajbikel

টিভি-সিনেমার পরিচিত মুখ, প্রয়াত অভিনেতা জাভেদ খান আমরোহী

 | 
javed

মুম্বই: ছোট পর্দায় দাপটের সঙ্গে কাজ করেছেন। বড় পর্দাতেও তাঁর পরিচিতি কম ছিল না। কাজ করেছেন দেড়শোরও বেশি ছবিতে। অভিনয় করেছেন শাহরুখ খান, আমির খান, সলমন খান-সহ নামী-দামি তারকার সঙ্গে। সেই অভিনেতা জাভেদ খান আমরোহীর জীবনাবসান। মঙ্গলবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে টিনসেল টাউনে শোকের ছায়া। 

আরও পড়ুন- প্রয়াত ‘তারে জমিন পর’ খ্যাত শিল্পী ললিতা লাজমী, জন্ম কলকাতায়, ছিলেন গুরু দত্তের বোন 

পরিবার সূত্রে খবর, গত এক বছর ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা। বিছানায় শয্যাশায়ী ছিলেন তিনি। দিন কয়েক আগে মুম্বইয়ের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তাঁর। শেষে না ফেরার দেশে চলে গেলেন 'লগান', 'চক দে ইন্ডিয়া' খ্যাত এই অভিনেতা। ‘লাগান’ ছবিতে তাঁর অভিনয় ভীষণভাবে প্রশংসিত হয়েছিল। আর ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে তাঁর করা সুখলালের চরিত্রটি তো এখনও সবার চোখে ভাসে। এছাড়াও টেলিভিশনে তাঁর একাধিক কাজ দর্শকের হাততালি কুড়িয়েছে। 

Around The Web

Trending News

You May like