প্রয়াত অভিনেতা ইরফান খান, বিপর্যয় হলি থেকে বলিউডে

প্রয়াত অভিনেতা ইরফান খান, বিপর্যয় হলি থেকে বলিউডে

মুম্বই: গতকাল গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে৷ আজ বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা ইরফান খান৷ বয়স হয়েছিল ৫৪ বছর বয়স৷  ইরফান খানের মতো অভিনেতাকে হারিয়ে চরম ক্ষতিগ্রস্ত বলিউড৷

কিছুদিন আগেই তাঁর মায়ের মৃত্যু হয়৷ তাতে আরও ভেঙে পড়েন প্রবাদপ্রতিম এই অভিনেতা৷ গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ লকডাউনের মধ্যেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছিলেন অভিনেতা ইরফান খান৷ রাখা হয় আইসিইউতে৷ কিন্তু, নিজের উজ্জ্বল অভিনয় জীবনকে ইতিহাসের পাতায় তুলে রেখে আজ বিদায় নিলেন ইরফান৷ রেখে গেলেন স্ত্রী সুতপা শিকদার ও দুই ছেলেকে৷ হলি থেকে বলিউড তাঁর উজ্জ্বল অভিনয় গোটা বিশ্বের নজর ছিনিয়ে নিয়েছিল৷  

মাত্র ৪ দিন আগে তাঁর মা জয়পুরে মারা যান৷ লকডাউনের কারণে মাকে দেখতেও পারেননি ইরফান৷ অসুস্থতার কারণে মায়ের শেষকৃত্যে যেতে পারেননি তিনি৷ ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করছেন তিনি৷ পরে সুস্থ হয়ে ‘আংরেজি মিডিয়াম’ সিনেমার মধ্যে পর্দায় ফিরেছিলেন৷ কিন্তু ফের অসুস্থতা তাকে নিয়ে গেল অন্যজগতে৷ যেখানে ইরফান এখন উজ্জ্বল তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =