মুম্বই: অভিনেতা ফারাজ খান বর্তমানে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। বুকে সংক্রমণের পরে তাঁকে গত ৮ অক্টোবর হাসপাতালে নেওয়া হয়েছিল। ফারাজ খানের ভাই ফাহমন খানও একজন অভিনেতা। তিনি ভাইয়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন এবং তহবিল সংগ্রহের প্ল্যাটফর্ম স্থাপন করেছেন।
আর্থিক সহায়তার আবেদন করে ফাহমন খান লিখেছেন যে তাঁর ভাইয়ের মস্তিষ্কে সংক্রমণ ধরা পড়ে এবং তাঁর চিকিত্সার জন্য ২৫ লক্ষ টাকার প্রয়োজন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফাহমন খান বলেছেন, “ভাই গত পাঁচ দিন ধরে ভেন্টিলেটরে ছিলেন। চিকিৎসকদের মতে, তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ।” বুধবার বিকেলে করার সময়, ৫৪ জন দাতাদের কাছ থেকে প্ল্যাটফর্মে ২.২ লক্ষ টাকার বেশি সংগ্রহ করা যায়নি। প্রয়াত অভিনেতা ইউসুফ খানের ছেলে ফারাজ খানের বয়স এখন ৬০-এর কাছাকাছি। অভিনেত্রী পূজা ভাট বুধবার একটি টুইটে প্রকাশ করেছেন যে তিনি তহবিলে অনুদান দিচ্ছেন এবং অনুদানের জন্য সবার কাছে অনুরোধও করেন তিনি। “দয়া করে শেয়ার করুন এবং সম্ভব হলে অনুদান দিন। আমিও দিচ্ছি। আপনারা কেউ যদি পারেন, তবে কৃতজ্ঞ হব।” টুইটে লেখেন পূজা।
ফাহামান খান তহবিল সংগ্রহের প্ল্যাটফর্মে লিখেছেন যে ফারাজ খানের শরীরিক পরিস্থিতি এখন ওঠানামা করছে। তিনি এখনও আইসিইউতে রয়েছেন। জ্ঞান নেই তাঁর। চিকিৎসকরা তাঁকে বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। তবে এর জন্য আরও ১০ দিনের সময় প্রয়োজন। আর অভিনেতার চিকিৎসার খরচ হিসেবে ২৫ লক্ষ টাকা লাগবে। “ফারাজ ফিল্মে কাজ করা বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছে। ২৫ লক্ষ টাকা ব্যবস্থা করা দরকার। আমাদের একটি সাধারণ জীবন রয়েছে। আমরা চাকরি থেকে উপার্জন করি।” টুইট করেছেন ফাহামান। ফারাজ খান ‘তারেক’, ‘পৃথ্বী’, ‘মেহেন্দি’, ‘দুলহান বানু মাইন তেরি’ এবং ‘চাঁদ বুজ গয়া’র মতো ছবিতে অভিনয় করেছেন। তিনি ‘হুশশশশ… কোই হ্যায়’, ‘রাত হোন কো হ্যায়’ এবং ‘সিন্দুর তেরে নাম কা’র মতো টিভি শোতেও অভিনয় করেছেন।