এবার BJP ছাড়তে চলেছেন বনি, রাজনীতি ছেড়ে মন দিতে চান অভিনয়ে

এবার BJP ছাড়তে চলেছেন বনি, রাজনীতি ছেড়ে মন দিতে চান অভিনয়ে

কলকাতা:  বিজেপি’র আকাশ থেকে ঝরে পড়ল আরও একটি তারা৷ পদ্মের সঙ্গ ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত৷ আপাতত অভিনয়েই মন দিতে চাইছেন তিনি৷ বর্তমানে বনি ব্যস্ত রয়েছেন রাজা চন্দের নতুন ছবি ‘আম্রপালি’র শ্যুটিংয়ে৷ তাঁর হয়ে বনির মা পিয়া সেনগুপ্ত এক প্রথমসারির সংবাদমাধ্যমকে জানান, আপাতত অভিনয়েই মন দিতে চাইছেন বনি৷ 

আরও পড়ুন- পদবী বদলে এখন নুসরতের বোন হলেন তনুশ্রী!

জানা গিয়েছে, মৌখিক ভাবে দল ছাড়ার কথা জানিয়েছেন অভিনেতা৷ দু’এক দিনের মধ্যে লিখিত ভাবেও সে কথা জানিয়ে দেবেন৷ বনির বাবা অনুপ সেনগুপ্ত জানান, বনির হাতে এখন অনেক কাজ রয়েছে৷ সে দিকেই মন দিতে চাইছে ছেলে৷ বনি আর রাজনীতিতে থাকতে চাইছেন না৷ কাজের জন্যই রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইছেন৷ 

রাজনীতি থেকে মোহভঙ্গ নাকি দল বদল? এর জবাব অবশ্য মেলেনি৷ পিয়া জানিয়েছেন, এই সিদ্ধান্ত একান্ত বনির৷ তিনি যে সিদ্ধান্ত নেবেন তাই মেনে নেবেন তাঁরা৷ বনির সিদ্ধান্তে খুশি প্রেমিকা কৌশানিও৷ তিনি আপাতত ঢাকায় শ্যুটিংয়ে ব্যস্ত৷

প্রসঙ্গত, গত অগাস্ট মাসে এক সাক্ষাৎকারে বনি বলেছিলেন, শাসক দল ডাকলেও আপাতত মন দিয়ে অভিনয়টাই করে যেতে চান তিনি৷ বিজেপি ছাড়ার পর রাজনীতি থেকে অবসর নেবেন কিনা, সেটা অবশ্য সময়ই বলবে৷ জানা গিয়েছে, বোলপুরের শ্যুট শেষ করে ২৫ নভেম্বর কলকাতায় ফিরবেন বনি৷ ২৬ তারিখ রওনা দেবেন ঢাকা৷ বনির চাইছেন, চলতি বছরেই হাতের সমস্ত কাজ শেষ করে ফেলতে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + five =