মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পরেই বলিউডের মাদক সেবন নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। সুশান্তের মৃত্যুর সঙ্গে মাদকের সুযোগ রয়েছে বলে খবর রটেছিল। সেই প্রেক্ষিতেই একাধিক বলিউড তারকাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুশান্তের মামলায় মূল অভিযুক্ত রেহা চক্রবর্তীর পাশাপাশি মাদক মামলায় নাম জড়িয়েছিল দীপিকা পাডুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুরেরও। এবার নাম জড়াল বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপালের। তাকে শমন পাঠিয়েছে এনসিবি।
এদিন সকালেই অভিনেতা অর্জুন রামপালের তিনটি বাড়িতে প্রায় আট ঘন্টা ধরে তল্লাশি চালায় এনসিবির তদন্তকারী অফিসাররা। অন্ধেরি, খার ও বান্ধার বাড়িতে হানা দেয় এনসিবি। এরপর এই অভিনেতাকে শমন পাঠানো হয়। তবে শুধু অর্জুনকে নয়, তার গাড়ির চালক এবং বান্ধবী গ্যাব্রিয়েলাকেও ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। তদন্তকারী সংস্থা জানাচ্ছে, আগামী ১১ নভেম্বর অভিনেতাকে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই গ্যাব্রিয়েলার ভাই অ্যাগিসিয়ালসকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এই ঘটনার পরেই তাদের দুজনকে শমন পাঠানো হয়েছে। প্রসঙ্গত, মাদক মামলায় ইতিমধ্যেই বলিউডের বিখ্যাত প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার বাড়িতেও তল্লাশি চালায় এনসিবি। তার বাড়ি থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। এই ঘটনায় তার স্ত্রী শাবানা সৈয়দকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্ত যতই ততই বলিউডের মাদক সেবনের আসল রূপ সামনে আসতে শুরু করে। বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞাসাবাদের পর একাধিক তথ্য পায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে একাধিক সূত্র মেলে। এরপরই একে একে বলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের নাম জড়িয়ে পড়ছে মাদক মামলায়। এরই মাঝে করণ জোহারের এক ঘরোয়া পার্টির ভিডিও ভাইরাল হতে শুরু করে। যেখানে উপস্থিত ছিলেন শাহিদ কাপুর থেকে শুরু করে ভিকি কৌশল, দীপিকা পাডুকোন, মালাইকা আরোরা, অর্জুন কাপুর সহ প্রমুখ। প্রত্যেকেই মাদকাসক্ত বলে দাবি করা হয়। সেই নিয়ে বিতর্ক আরো বৃদ্ধি পায়।