Aajbikel

প্রয়াত অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায়, কাজ করেছিলেন উত্তম-সুচিত্রার সঙ্গে

 | 
amarnath

কলকাতা: বাংলা তথা ভারতীয় সিনেমা জগতের জন্য আরও একটি খারাপ খবর। প্রয়াত অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায়। বাংলা সিনেমার স্বর্ণযুগ বলতে যে সময়কে বোঝায়, সেই সময় তিনি ভীষণভাবেই জনপ্রিয় ছিলেন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে শুক্রবার জীবন যুদ্ধে হার মানেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে আর্টিস্ট ফোরাম সহ টলিউডের শিল্পীরা। 

বলিউডের জন্য সময়টা ভালো যাচ্ছে না। অল্প সময়ের মধ্যে তিনজন অভিনেতার প্রয়াণ হয়েছে। অমরনাথ মুখোপাধ্যায়ও মুম্বইতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ২০০৫ সাল থেকেই মুম্বইয়ে ছেলে চন্দ্রদীপ মুখোপাধ্যায়ের কাছে থাকতেন বর্ষীয়ান এই অভিনেতা। সংবাদমাধ্যমের কাছে বাবার মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন ছেলেই। জানান হয়েছে, মুম্বই শহরেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাঁর। 

উত্তম কুমার, সুচিত্রা সেন থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় সকলের সঙ্গেই অভিনয় করেছেন অমরনাথ মুখোপাধ্যায়। 'বসন্ত বিলাপ' থেকে ‘মৌচাক’, ‘স্বয়ংসিদ্ধা’, থেকে ‘কুহেলি’, একের পর এক বাংলা ছবিতে নিজের জাত চিনিয়েছেন তিনি। পরের দিকে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হয় তাঁর, তাও আবার উত্তম কুমারের হাত ধরে।  যদিও শেষ বহু বছর লাইমলাইটের একদম আড়ালেই ছিলেন তিনি।  

Around The Web

Trending News

You May like