অভিনয় থেকে রাজনীতি, ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চায় থেকেছেন শ্রাবন্তী

অভিনয় থেকে রাজনীতি, ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চায় থেকেছেন শ্রাবন্তী

 

কলকাতা: ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চায় থেকেছেন তিনি৷ জড়িয়েছেন একাধিক সম্পর্কে৷ টলিউডের হার্টথ্রব শাবন্তী এখন গেরুয়া৷ সোমবার বিকেলে পাঁচ তারা হোটেলে আনুষ্ঠানিক ভাবে পদ্ম শিবিরে যোগদান করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ কয়েক দিন আগেই বিজেপি’তে নাম লিখিয়েছিলেন যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায় এবং পায়েল সরকার৷ সেই দলে জুড়ল আরও একটি নাম৷ 

আরও পড়ুন-  “তুই শুভশ্রীর বাড়িতে থাকছিস না কেন?” বাবুলের ‘পরায়া ধন’ বিতর্কে রাজকে প্রশ্ন রুদ্রনীলের

 

অভিনয় থেকে রাজনীতির এই সফরে বারবার শিরোনামে উঠে এসেছেন শ্রাবন্তী৷ কখনও তাঁর বিবাহ-বিচ্ছেদ নিয়ে তো কখনও নতুন সম্পর্ক নিয়ে৷ টলিউডে একাধিক হিট ছবি রয়েছে তাঁর৷ তবে যত না চর্চা হয়েছে তাঁর রিল লাইফ নিয়ে, তার চেয়ে তিনি অনেক বেশি চর্চায় থেকেছেন রিয়েল লাইফের জন্যে৷ টলিউডের চার দেওয়ালে কান পাতলেই শোনা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিংয়ের সম্পর্ক ভাঙার গুঞ্জন৷ রোশন শ্রাবন্তীর জীবনের তৃতীয় পুলিশ৷ কিন্তু সেই বিয়েও টিকল না৷ এরই মধ্যে কানাঘুষো সম্পর্ক ভাঙতেই ফের প্রেমে হাবুডুবু খাচ্ছেন লক্ষ লক্ষ পুরুষ হৃদয়ের এই রাজরানী৷ 

 

সম্প্রতি তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে তৈরি হয়েছে জল্পনা৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘যদি বলি তোমায় ভালোবাসি!’’ তাঁর এই একটি কথায় ফের তোলপাড় নোট দুনিয়া৷ কে সেই পুরুষ? চলছে তাঁর ব্যক্তিগত জীবনে উঁকি দেওয়ার চেষ্টা৷ তবে কি পুরনো প্রেম ফিরে পেতে চাইছেন তিনি? ওই একই ছবিতে শ্রাবন্তী লিখেছেন, ‘‘যদি বলি তোমাকেই মিস করছি৷’’ “যদি বলি তোমাকেই আমার প্রয়োজন?” শ্রাবন্তী আরও লিখেছেন, আমরা যখন প্রেমে পড়েছিলাম, তখন খুব ছোট ছিলাম, বুঝতামই না প্রেম কি৷ তবে তোমার ক্ষেত্রে হাল ছাড়ব না৷’’

 

২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের ছবি দিয়ে টলিউডে অভিষেক হয়েছিল শ্রাবন্তীর৷ খুব ছোট বয়সে সেই রাজীবের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েন তিনি৷ তাঁদের একমাত্র সন্তান ঝিনুক৷ ২০১৬ সালে রাজীবের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়৷ ওই বছরই শ্রাবন্তীর জীবনে আসেন মডেল কৃষ্ণ ব্রজ৷ তাঁর সঙ্গেও বেশি সম্পর্ক টেকেনি৷ ছ’মাসের মধ্যেই বিয়ে ভেঙে যায়৷ তার পর ২০১৯ সালের এপ্রিল মাসে তৃতীয় বারের জন্য ছাদনাতলায় যান শ্রাবন্তী৷ পাত্র চণ্ডীগড়ের ছেলে রোশন সিং৷ প্রথমে বেশ জমিয়ে সংসার করছিলেন শ্রাবন্তী৷ কিন্তু গত বথর পুজোর সময় থেকেই সম্পর্কে ফাটল ধরতে শুরু করে৷ সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করার পর থেকেই বাড়তে থাকে গুঞ্জন৷ অবশেষে ইতি পড়ে সম্পর্কে৷ 

আরও পড়ুন-  তীব্র কষ্টে রয়েছেন বর্ষীয়ান গীতিকা, শুনেই সাহায্যের হাত বাড়ালেন নেহা

 

বারবার সম্পর্ক ভাঙা-গড়া নিয়ে কম কটূক্তি শুনতে হয়নি শ্রাবন্তীকে৷ রোশনের সঙ্গে বিয়ের খবর চাউর হতেই উঠেছিল সমালোচনার ঝড়৷ সোশ্যাল মিডিয়ার ট্রোলও হন তিনি৷ তবে শ্রাবন্তী এগিয়ে চলেছেন নিজের খেয়ালেই৷ আর সেই খেয়ালে ভেসেই এবার তিনি পদ্ম শিবিরে৷  

এদিকে শ্রাবন্তীর রাজনীতিতে যোগ দেওয়ার খবর শুনেই তাঁকে শুভেচ্ছা জানান রোশন৷ বলেন, নতুন ফিল্ডে ও যেন দুর্দান্ত কাজ করে৷  এটাই  প্রার্থনা৷ মানুষের জন্য ভালো কাজ করুক৷ আগামীর জন্য দূর থেকেই শুভেচ্ছা রইল৷  ও ভালো নেত্রী হয়ে উঠুক৷  শ্রাবন্তীর রাজনীতিতে  আসাটা একেবারেই ওঁর ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ এখানে আমাদের ব্যক্তিগত সমস্যার প্রশ্ন নেই ৷ দয়া করে আমাকে এর মধ্যে টানবেন না৷ আমাদের ব্যক্তিগত সমস্যা আমাদের মধ্যেই থাক!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =