কলকাতা: কিছুদিন আগেই জনপ্রিয় রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’-এর কয়েকজন বিচারক করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার শোয়ের সঞ্চালক আবির চট্টোপাধ্যায়ের করোনা ধরা পড়ল। যদিও করোনা বিধি মেনেই শুটিং করছিলেন তিনি। কিন্তু তাতে কাজ দেয়নি। মারণ ভাইরাসের প্রকোপ এড়াতে পারেননি তিনি।
সোশ্যাল মিডিয়ায় আবির একথা নিজেই জানিয়েছেন। শনিবারই পর্দায় দেখা গিয়েছে আবিরকে। রিয়ালিটি শোয়ের জমিয়ে সঞ্চালনা করেছিলেন তিনি। তবে সেই শুটিং আগেই হয়ে গিয়েছিল। শনিবারের এপিসোডের পরই রবিবার করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন আবির। জানালেন, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ফেসবুকে তিনি জানিয়েছেন, শুটিং সমস্ত সতর্কতা অবলম্বন করেই করা হচ্ছিল। তিনি নিজেও সব নিয়মকানুন মেনে কাজ করেছিলেন। কিন্তু মারণ ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পাওয়া গেল না। তবে আবিরের শরীরে করোনার কোনও উপসর্গ নেই। শুধু স্বাদ আর গন্ধ পাচ্ছেন না তিনি। আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি। জানা গিয়েছে, শীঘ্রই তাঁর বাড়ির অন্য সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে।
বেশ কিছুদিন আগে শোয়ের বিচারক মনোময় ভট্টাচার্যের করোনা উপসর্গ দেখা দেয়। এরপর করোনা পরীক্ষা করান তিনি। রিপোর্ট পজিটিভ আশে। তারপর হোম আইসোলেশনে ছিলেন তিনি। শ্রীকান্ত আচার্যের কোনও করোনা উপসর্গ ছিল না। তবে অবসন্ন বোধ করছিলেন তিনি। সেই কারণে ঝুঁকি না নিয়ে পরীক্ষা করান। তখনই ধরা পড়ে তাঁর শরীরেও বাসা বেঁধেছে করোনা। তার পর থেকে হোম আইসোলেশনে ছিলেন তিনিও। এছাড়া মিকা সিং ও আকৃতি কক্করেরও করোনা হয়েছিল। মুম্বই থেকে আসার পর তাঁরা নিয়ম মেনে ১৪ দিন আইসোলেশনে ছিলেন। তারপর শোয়ের শুটিং শুরু করেন। তারপর তাঁদেরও করোনা উপসর্গ দেখা দেয়। কোয়ারেন্টাইনে থেকে তাঁদের চিকিৎসা চলে। এছাড়া ইমন চক্রবর্তী এবং রাঘব চট্টোপাধ্যায়েরও হালকা জ্বর হয়েছিল। তবে বিচারক জয় সরকারের শরীরে থাবা বসায়নি করোনা।