‘অভি সঙ্গেই আছে’! অভিনেতার মৃত্যুর পর বাড়ির প্রথম দুর্গাপুজো, কী ভাবে কাটালেন স্ত্রী-কন্যা?

‘অভি সঙ্গেই আছে’! অভিনেতার মৃত্যুর পর বাড়ির প্রথম দুর্গাপুজো, কী ভাবে কাটালেন স্ত্রী-কন্যা?

abhishek

কলকাতা: দেখতে দেখতে এক বছর পার৷ গত বছর মার্চ মাসে চিরঘুমে ঢলে পড়েছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁকে হারিয়ে ভেঙে পড়েন  স্ত্রী এবং কন্যা। স্বামীর স্মৃতি বুকে জড়িয়েই জীবন কাটছে তাঁদের৷ অভিষেক ইশ্বরভক্ত ছিলেন। তাঁর বাড়িতে প্রতি বছর দুর্গাপুজো হতো। কিন্তু তিনি মারা যাওয়ায় গত বছর পুজো করতে করেননি তাঁর স্ত্রী। কিন্তু বছর ঘুরতেই ফের উমাকে বরণ করে ঘরে আনেন অভিষেক পত্নী সংযুক্তা৷ সঙ্গী তাঁর মেয়ে৷ পুজোয় কাজ থেকে অতিথি আপ্যায়ন, নিজের দায়িত্ব সবটা করেছেন তিনি৷ 

প্রথম সারির একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংযুক্তা জানান, গত বছর তিনি পুজো করতে চাননি৷ সেই কারণেই শহর ছেড়ে বাইরে চলে গিয়েছিলেন৷ কিন্তু এই বছর একজন এসে তাঁকে পুজো করার কথা বলেন৷ এর পরেই তাঁর মনে হয় এটা বিশেষ ইঙ্গিত। তিনি বলেন, ‘অভি আমাকে সবসময় বলতো আমি তোমার সঙ্গে আছি। তুমি বুঝতে পারবে। সেদিন যখন ওই লোকটা এসে পুজোর কথা বলল আমি একটা ইঙ্গিত পেলাম। তখনই ঠিক করি আবার পুজো করব।’

সংযুক্তা সংবাদমাধ্যমকে আরও বলেন, ‘‘অভি তো প্রায় রোজই আমার স্বপ্নে আসে। ও আছে। ওই তো আমায় বলে, তুমি কী করছ? আমি চাইছি বলেই তুমি করছ।’’ অভিষেক চট্টোপাধ্যায় যেমন দেবীমূর্তি পছন্দ করতেন এবার ঠিক তেমনই প্রতিমা বাড়িতে এসেছেন সংযুক্তা। মেয়ের সঙ্গে মিলে একা হাতেই গোটা পুজোর আয়োজন করেছেন বলেও জানান অভিষেক জায়া৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 4 =