‘সড়ক ২’-এর পর সবচেয়ে বেশি ডিসলাইক পেতে চলেছে ‘লাল সিং চাড্ডা’! জানেন কেন?

মুম্বই: ডিজলাইকের তালিকায় ইতিমধ্যেই বিশ্বরেকর্ড করে ফেলেছে মহেশ ভাটের ছবি 'সড়ক ২'। আর এরপর সবচেয়ে বেশি ডিসলাইক পেতে চলেছে আমির খানের ছবি 'লাল সিং চাড্ডা'। শোনা গিয়েছে অনুরাগীরা চাইছেন 'সড়ক ২'র পর সবথেকে বেশি ডিজলাইক পাক 'লাল সিং চাড্ডা'। কিন্তু কেন?

মুম্বই: ডিজলাইকের তালিকায় ইতিমধ্যেই বিশ্বরেকর্ড করে ফেলেছে মহেশ ভাটের ছবি 'সড়ক ২'। আর এরপর সবচেয়ে বেশি ডিসলাইক পেতে চলেছে আমির খানের ছবি 'লাল সিং চাড্ডা'। শোনা গিয়েছে অনুরাগীরা চাইছেন 'সড়ক ২'র পর সবথেকে বেশি ডিজলাইক পাক 'লাল সিং চাড্ডা'। কিন্তু কেন?

সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যার জন্য আমির খানের ওপর বেজায় চটে ভারতীয়রা। এমনকী অনুরাগীরা মিস্টার পারফেকশনিস্টকে খুব একটা পছন্দ করছেন না। সোমবার এ নিয়ে ক্ষোভ ধরা পড়েছে নেটদুনিয়ায়। ভারতীয়রা তাদের হতাশার কথা ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়ায়। সাইটগুলিতে কিছুদিন আগে 'লাল সিং চাড্ডা' ছবির শুটিং করতে তুরস্কে পাড়ি দিয়েছেন আমির খান। তিনি সুপারস্টার। ফলে বিদেশে গিয়ে তাঁর অনুরাগীদের সঙ্গে অনেক ছবি তুলতে হয়েছিল তাঁকে। তখনই দেখা গিয়েছে যে অনেক সময় মাস্ক মুখে পরেননি অভিনেতা। অর্থাৎ করোনা সতর্কতার কোনও বালাই নেই তাঁর। গোটা বিশ্ব যখন করোনায় ধুঁকছে ভারতীয় যেখানে তিনি বারবার সতর্কতার কথা বলেছেন সেই আমির খানই বিদেশে গিয়ে মাস্ক না পরা অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। এমন ছবি মেনে নিতে পারছেন না মিস্টার পারফেকশনিস্টের অনুরাগীরা।

এরই মধ্যে আগুনে ঘি ঢাললো আমির খানের আরও একটি ঘটনা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ইপ এরদোগানের স্ত্রী এমাইল এরদোগানের সঙ্গে দেখা করেছিলেন আমির খান। তাঁদের বহু ছবি প্রকাশ্য এসেছে। দুজনের নাকি অনেক কথাবার্তা আর আলাপ আলোচনাও হয়েছে অনেত ইস্যু নিয়ে। কিন্তু এই সৌহার্দ্য বিনিময়কেও ভাল চোখে দেখছে না অনেকে। তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক কথা তুলেছেন তাঁরা। বলেছেন নয়াদিল্লিতে CAA নিয়ে প্রতিবাদে সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সরাসরি সর্বসমক্ষে ভারতের সমালোচনা করেছিলেন। সেটা ছিল ফেব্রুয়ারি মাস। আর এই কয়েক মাসের মধ্যেই কি সেই সব ভুলে গিয়েছেন আমির? এমনকী যখন কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হল, তখনও তার সমালোচনা করেছিল তুরস্ক। এই ইসলামিক দেশ তখন কাশ্মীর নিয়ে পাকিস্তানকে সমর্থন করেছিল। আমির সম্ভবত সেই সব কিছুও ভুলে গিয়েছেন। যার ফলে বেজায় চটেছেন তাঁর অনুরাগীরা। তাই 'সড়ক ২'-এর পর 'লাল সিং চাড্ডা'কে সবচেয়ে বেশি ডিজলাইক এর তকমা দিতে চলেছে নেটদুনিয়া। খবর এমনই।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 10 =