হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন আমির! বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ বিজেপি

হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন আমির! বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ বিজেপি

নয়াদিল্লি: সম্প্রতি টায়ার প্রস্তুতকারী এক সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে বলিউডের পারফেকশনিস্ট অভিনেতা আমির খানকে। সেই নতুন বিজ্ঞাপন ঘিরে এখন প্রবল বিতর্ক কারণ বিজেপি অভিযোগ করেছে যে এই বিজ্ঞাপন মারফত হিন্দু ভাবাবেগে আঘাত দিয়েছেন আমির খান। ইতিমধ্যেই এই বিজ্ঞাপন নিয়ে আপত্তি জানিয়ে ওই সংস্থাকে চিঠি দিয়েছেন কর্নাটকের এক বিজেপি সাংসদ। এই ঘটনা নিয়ে এখন প্রবল উত্তেজনা।

টায়ার প্রস্তুতকারী ওই সংস্থার বিজ্ঞাপনে আমির খানকে দীপাবলি ইস্যুতে বক্তব্য বলতে শোনা গিয়েছে। এই ইস্যুতেই আপত্তি রয়েছে ওই বিজেপি সাংসদের। কর্নাটকের বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ে দাবি করেছেন, বিজ্ঞাপনে রাস্তায় বাজি ফোটাতে বারণ করতে শোনা গিয়েছে আমির খানকে, কিন্তু রাস্তায় নামাজ পড়া বা মসজিদের বাইরে আজানের ধ্বনি সম্পর্কে কিছুই বলতে শোনা যায়নি। এইভাবে তিনি শুধুমাত্র হিন্দু ভাবাবেগে আঘাত দিয়েছেন, যা গোটা দেশের হিন্দুদের প্রতি অপমান। তাই তিনি এই বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন ওই সংস্থাকে। বিজেপি সাংসদের আরও বক্তব্য,  অভিনেতা আমির খানের ওই বিজ্ঞাপন হিন্দুদের মধ্যে অশান্তি সৃষ্টি করছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। এই বক্তব্যের পাশাপাশি তিনি নামাজ পড়া এবং মাইকে আজান বাজানোর নিয়েও পরামর্শ দিতে চেয়েছেন।

বিজেপি সাংসদের কথায়, আমির খান যেভাবে রাস্তায় বাজি পোড়াতে বারণ করছেন তা প্রশংসনীয় কিন্তু একই ভাবে রাস্তা বন্ধ করে নামাজ পড়া এবং মাইকে আজান পড়া নিয়ে যদি তিনি কিছু বলতেন তাহলে আরো ভালো হত। কিন্তু তিনি সেসব না করে শুধু হিন্দুদের সংস্কৃতি নিয়ে কথা বলেছেন। রাস্তা বন্ধ করে নামাজ পড়লেও সাধারন মানুষের অনেক সমস্যা হয় যা তিনি এই বিজ্ঞাপনে উল্লেখ করেননি। এই প্রেক্ষিতেই এই সংস্থাকে চিঠি লিখে তিনি দাবি করেছেন যাতে এই বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয় এবং ভবিষ্যতে হিন্দু ভাবাবেগের বিষয়টি তারা মাথায় রেখে বিজ্ঞাপন তৈরি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 12 =