Aajbikel

পল্লবীর মৃত্যুরহস্যে নয়া চরিত্র! কে এই স্টিভ? পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য

 | 
পল্লবী

কলকাতা:  অভিনেত্রী পল্লবী দে’র মৃত্যু মামলায় চাঞ্চল্যকর মোড়৷ উঠে এল তৃতীয় ব্যক্তির নাম৷ কে এই স্টিভ? সেটাই এখন বড় প্রশ্ন তদন্তকারীদের সামনে।

আরও পড়ুন- পল্লবী-বিদিশার পর আরও এক অভিনেত্রীর রহস্যমৃত্যু,পাটুলি থেকে উদ্ধার মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ

অভিনেত্রী পল্লবী দে’র মৃত্যুরহস্য নিয়ে কম জলঘোলা হয়নি। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে৷ তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে পল্লবীর পরিবার৷ তদন্তের অংশ হিসাবে সাগ্নিকে চক্রবর্তীর ফোন খতিয়ে দেখা শুরু করেছে তদন্তকারী পুলিশ।  দু’জনেরই ফোন খতিয়ে দেখতে গিয়েই তদন্তকারী অফিসারদের সামনে উঠে আসে আরও একটি নাম৷ সেই তৃতীয় ব্যক্তির নাম ‘স্টিভ’।

তদন্তে নেমে পুলিশ আরও জানতে পেরেছেন, একটি বেআইনি কল সেন্টার চালাতেন সাগ্নিক।  বেআইনি কল সেন্টারের ওয়াটসঅ্যাপ গ্রুপেও মিলেছে এই স্টিভে নাম। কিন্তু কে এই স্টিভ?  পল্লবী ও সাগ্নিকের সঙ্গেই বা কী সূত্রে যোগাযোগ ছিল তাঁর?  উত্তর পেতে নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত স্টিভের কোনও হদিশ মেলেনি৷ তবে সাগ্নিক যে বেআইনি কলসেন্টার চালাতেন বলে অভিযোগ, সেই সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে, স্টিভ আর কেউ নন খোদ সাগ্নিকই।

পুলিশ সূত্রে খবর, সাগ্নিকের ভুয়ো কল সেন্টারের সঙ্গে অস্ট্রেলিয়ার যোগ ছিল। তদন্তকারীরা মনে করছেন, অস্ট্রেলিয়ার পরিচিতদের কাছে নিজেকে স্টিভ বলেই পরিচিত দিতেন সাগ্নিক৷ তবে প্রশ্ন হল, সাগ্নিক স্টিভ নামটি শুধু অস্ট্রেলিয়ার পরিচিতদের জন্যই ব্যবহার করতেন, না কি অন্য কোনও কাজেও ব্যবহার করতেন, তা খতিয়ে দেখছে পুলিশ৷ 

Around The Web

Trending News

You May like