Aajbikel

সরস্বতী পুজোর আয়োজনে ব্যস্ত যশরত, নেটপাড়ায় অনুরাগীদের আমন্ত্রণ জানালেন তারকা জুটি

 | 
যশ

কলকাতা:  আসছে সরস্বতী পুজো৷ নিউ থিয়েটার্সের ১-এ স্টুডিয়োতে এখন তাই সাজো সাজো রব৷ পরিকল্পনা সব সারা৷ পুজোর প্রস্তুতির পাশাপাশি চলছে শ্যুটিংয়ের কাজও৷ আর কাজের ফাঁকেই সরস্বতী পুজোর আমন্ত্রণে ব্যস্ত টলি তারকারা৷ পুজো উপলক্ষে অনুরাগীদের সোশ্যাল মিডিয়ায় আমন্ত্রণ জানালেন যশ ও নুসরত৷ 

আরও পড়ুন- ঠিকরে বেরোচ্ছে দু’টি স্তনের মধ্যবর্তী চিড়! শরীর দেখাতেই বিপাকে দীপিকা


গত বারের মতো এবারও পরিচালক শিলাদিত্য মৌলিকের ভাবনায় বাগদেবীর আরাধনায় সামিল হবেন অভিনেতা-অভিনেত্রীরা৷ গত বছর টলিপাড়ার সরস্বতী পুজোয় দেখা গিয়েছিল  প্রিয়াঙ্কা সরকার, সায়ন্তনী গুহ ঠাকুরতা, অরিন্দম শীল, ইন্দ্রাশিস আচার্য, শুভ্রজিৎ মিত্র, সায়নী ঘোষদের৷ তবে এবার টলিপাড়ার সরস্বতী পুজোর মুখ যশরত৷ পুজোর কাজে কোমর বেঁধে নেমে পড়েছেন তাঁরা৷ এবার সেরে ফেললেন আমন্ত্রণটাও৷ ফেসবুকে অনুরাগীদের পুজোর আমন্ত্রণ জানালেন নুসরত ও যশ৷ 


যশরত বলেন, ‘ আগামী ৫ তারিখ সরস্বতী পুজো৷ আমরা সবাই মিলে পুজো করছি। তোমাদের আমন্ত্রণ করব৷ তোমরা সবাই মিলে এস আমাদের সরস্বতী পুজোতে৷ যার নাম সিনেমার সরস্বতী পুজো। ঠিকানা ৯ নম্বর স্টুডিয়ো৷ ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে৷ আমি থাকব৷ তোমরা সবাই অবশ্যই আসবে। সবাই মিলে আনন্দ করা যাবে।’


স্টুডিও পাড়ার সরস্বতী পুজোয় ভোগ প্রসাদের ব্যবস্থাও থাকবে। মেনুতে থাকছে খিচুড়ি, লাবড়া, কুলের চাটনি, নলেন গুড়ের পায়েস। সদ্য মুক্তি পেয়েছে নুসরত অভিনীত ছবি ‘স্বস্তিক সংকেত’৷ আপাতত পরিচালক শিলাদিত্যর ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবিতে জুটি বেঁধে কাজ করছেন যশ ও নুসরত। ছবির শুটিং চলছে৷ তারই মাঝে  সরস্বতী পুজোর আয়োজনে জুটলেন তারকারা। 

Around The Web

Trending News

You May like