কলকাতা: গত ২৪ মার্চ সকলকে কাঁদিয়ে পরপারে পাড়ি দেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়৷ তিনি রেখে গিয়েছেন স্ত্রী সংযুক্তা ও মেয়ে ডলকে৷ অভিনেতার শ্রাদ্ধানুষ্ঠানের দিন ইন্ডাস্ট্রির বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অভিষেক জায়া৷ অভিষেকের স্মৃতিচারণায় নস্টাজিক হয়ে পড়েন তিনি৷ জানান পর জন্মে কী হতে চেয়েছিলেন অভিষেক?
আরও পড়ুন- কেরিয়ার, বাগদান, বিচ্ছেদ থেকে ফের প্রেম, জন্মদিনে রশ্মিকার বর্ণময় জীবনের ঝলক
২০০৮ সালে সংযুক্তার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিষেক৷ তখন তাঁদের বিয়ের বয়স সবে ছয় মাস৷ সেই সময় একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছিলেন, পরজন্মে তিনি অভিষেক হয়েই জন্মাতে চান৷ স্ত্রী হিসাবে পাশে পেতে চান সংযুক্তাকে৷ সেই সাক্ষাৎকারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিষেক পত্নী৷ সেই সঙ্গে লেখেন, “আমার কাঁধে ও যে দায়িত্ব ছেড়ে দিয়ে গিয়েছে সেই সব দায়িত্ব পালন করব। আমাদের মেয়ে ডলকে ভালোভাবে মানুষ করে তুলব।”
অভিষেকের মৃত্যুর পরেই নেটপাড়ায় গুজব ছড়িয়ে পড়েছিল, অভিষেকের পরিবার নাকি আর্থিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে৷ তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির বড় বড় তারকারা৷ সেই সময় ভুল ভেঙেছিলেন সংযুক্তা৷ এর পর শাদ্ধানুষ্ঠানের ক্ষোভ উগড়ে দেন তিনি৷
যাবতীয় গুজব নস্যাৎ করে ফেসবুক পোস্টে অভিষেক পত্নী লেখেন, “উনি এটা নিশ্চিত করে গিয়েছেন যে, ওঁর অবর্তমানে আমাদের যেন কোনও রকম আর্থিক কষ্ট না হয়। ওঁর নীতিবোধ প্রবল ছিল৷ জীবনে কোনও দিন কারও কাছে হাত পেতে সাহায্য চাননি। এই মুহূর্তে ওঁর সেই নীতিবোধগুলোকে আমাদের সকলের মর্যাদা জানানো উচিত৷ অভিষেকের আশীর্বাদে আমি নিজেও আর্থিকভাবে সক্ষম। ইউকে স্থিত একটি ফিনটেক সংস্থায় কর্মরত। একটা কথা বলে রাখি… অভিষেক চট্টোপাধ্যায়ের পরিবারের কোনও আর্থিক সাহায্যের প্রয়োজন নেই। ওঁর কোনও প্রাক্তন সহ-কর্মীও আর্থিক সাহায্যের প্রস্তাব নিয়ে আসেননি। সবটাই গুজব।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>