‘দ্য কাশ্মীর ফাইলস’ তৈরির পরেই কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন পরিচালক বিবেক

‘দ্য কাশ্মীর ফাইলস’ তৈরির পরেই কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন পরিচালক বিবেক

নয়াদিল্লি: কাশ্মীরি পণ্ডিতদের ইতিহাস নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে চর্চা, আলোচনা, বিতর্ক সবই বহাল এখনও। দেশবাসীর একাংশ এই ছবিতে মুগ্ধ হয়েছে ঠিকই, কিন্তু অন্য অংশের বক্তব্য, স্রেফ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি ঘৃণা ছড়াতেই ব্যবহার করা হয়েছে কাশ্মীরী পণ্ডিতদের ইতিহাস। এটি একটি ‘প্রোপাগান্ডা’ সিনেমা বলেও তোপ দাগা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির সব নেতারাই এই ছবির প্রশংসা করেছেন। এবার কেন্দ্র এই ছবি পরিচালকের জন্য বড় সিদ্ধান্ত নিল। বিবেককে দেওয়া হল ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা।

আরও পড়ুন- ‘মায়ের বান্ধবীর সঙ্গে সঙ্গম করেছিলাম’, ডার্ক সিক্রেট ফাঁস শিবমের

ছবি তৈরি করার শুরু থেকে এখনও পর্যন্ত অনেক বার হুমকি পেয়েছেন, এমন দাবি করেছেন বিবেক। তবে তাঁর এই ছবি বক্স অফিসে প্রায় ১০০ কোটি টাকা কামানোর দোরগোড়ায়। তবে সেই হুমকির ভয় থেকে গিয়েছে, এই কারণেই তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই ছবির টিকিট করমুক্ত হয়েছে গুজরাত, হরিয়ানা, মধ্য প্রদেশের মতো রাজ্যে। কিন্তু একাংশ এই ছবি নিয়ে খুশি নয়। আর এখন এই নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়েও বিতর্ক শুরু হয়েছে। অনেকের বক্তব্য, বিজেপি সরকারের ‘মনের মতো’ কাজ করেছেন পরিচালক, তাই তাঁকে এই ‘পুরষ্কার’ দেওয়া হয়েছে মোদী সরকারের তরফে।

গোটা দেশের বিজেপি নেতৃত্ব কার্যত এই সিনেমা দেখে ফেলেছে। বাংলাতেও একই অবস্থা। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম করেই এই ছবি দেখতে নিষেধ করেছেন। সম্প্রতি কলকাতার এক সিনেমা হলের সামনে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এই ছবি দেখা নিয়ে। ছবিতে কাশ্মীরি পণ্ডিতদের যে যন্ত্রণার ছবি তুলে ধরা হয়েছে, তা দেখার পরেই প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন গেরুয়া ধ্বজাধারীরা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =