একাই সন্তানের বাবা-মা হয়ে উঠতে চাই, ক্যাটরিনার মন্তব্যে নয়া জল্পনা

একাই সন্তানের বাবা-মা হয়ে উঠতে চাই, ক্যাটরিনার মন্তব্যে নয়া জল্পনা

মুম্বই:  সম্প্রতি ভিকি ঘরণী ক্যাটরিনা কাইফের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি আমার সন্তানকে বাবা-মা উভয়ের ভালোবাসা দিতে চাই। তাঁদের জীবনে কখনও কোনও জটিলতা আসলেও আমি সেই জায়গাটা পূরণ করতে পারি।’ বলিটাউনে গুঞ্জন অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফ। তারমধ্যেই এই ধরনের মন্তব্য নতুন করে জল্পনার সৃষ্টি করেছে। 

কী বলেছেন ক্যাটরিনা কাইফ? তাঁকে বলতে শোনা যায়, ‘এই পৃথিবীতে অনেক সন্তান আছে যাদের পিতৃ পরিচয় নেই। সমাজে তাঁদের দিকে খারাপ নজরে তাকায়। জীবনের অনেক সময় আমিও এই বিষয় কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি। তাই আমি চাই প্রতিটি সন্তানের জীবনে যেন বাবার পরিচয় থাকে। ভবিষ্যতে আমার যখন সন্তান হবে তখন আমি তাঁদেরকে বাবা ও মা উভয়ের ভালোবাসাই দেওয়ার চেষ্টা করবো। যাতে তাঁদের জীবনে কখনও কোনও জটিলতা আসলেও আমি সেই জায়গাটা পূরণ করতে পারি।’  

পাঁচ মাস বিয়ের পূর্তিতে সম্প্রতি ভিকি ও ক্যাটরিনা নিউ ইয়র্ক ট্যুর করে এলেন। মাখো মাখো ছবিতে ভরপুর ক্যাটরিনার ইনস্টাগ্রাম প্রোফাইল। গুঞ্জন শোনা যাচ্ছে তিনি অন্তঃসত্ত্বা। এই পরিস্থিতিতে তাঁর এই ধরনের ভিডিও স্বাভাবিক ভাবেই নতুন করে জল্পনার সৃষ্টি করেছে। তবে এই কথাগুলো ক্যাটরিনার মুখের কথা হলেও বর্তমান পরিস্থিতিতে নয়। জানা যাচ্ছে, তিন বছর আগে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেছিলেন। এত বছর পরে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের সঙ্গে সঙ্গে এই পুরনো ভিডিও ভাইরাল হয়ে যায়। 

এপ্রিল থেকেই ক্যাটের বেবি বাম্প নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ঢিলেঢালা পোশাকে তাঁকে বিমান বন্দরে দেখা যায়। তারপরেই জল্পনা তৈরি হয়। যদি এই জল্পনার পরেই ক্যাটরিনা কাইফ বিকিনি পরা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দেন। তবে বর্তমানে তিনি এই ধরনের কোনও গুঞ্জনে কান দিতে চাইছেন না। বর্তমানে তাঁর হাতে তিনটি বড় বড় প্রোজেক্টের সিনেমা রয়েছে। টিগার থ্রি, মেরি ক্রিসমাস ও জি লে জারা সিনেমাতে তিনি মনোনিবেশ করতে চান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 4 =