প্রাণনাশের হুমকি ভিকি-ক্যাটকে, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ তারকা দম্পতি

প্রাণনাশের হুমকি ভিকি-ক্যাটকে, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ তারকা দম্পতি

মুম্বই: একের পর এক খুনের হুমকি সোশ্যাল মিডিয়ার। আর তাতেই ভয় পেয়ে অবশেষে পুলিশের দারস্ত ভিকি-ক্যাট। জানা যাচ্ছে বলিউড অভিনেতা সলমন খানের পর এবার বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে ক্রমাগত খুনের হুমকি দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তাঁরা একাধিক প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। আর তাই শেষে সোমবার সকালে মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন এই দম্পতি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে খবর। জানা যাচ্ছে সম্প্রতি ইন্সটাগ্রামে ক্যাটরিনাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। স্ত্রী ক্যাটের নিরাপত্তা নিয়ে কার্যত উদ্ভিগ্ন স্বামী ভিকি কৌশল।

 পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা কাইফকে ফলো করছেন। হঠাৎই সে ইনস্টাগ্রামে অভিনেত্রীকে প্রাণনাশের হুমকি দেয়। বিগত কয়েকদিনে এই ঘটনা বারবার ঘটেছে। আর তাই বাধ্য হয়ে সোমবার সকালে পুলিশের দারস্থ হয়েছেন এই তারকা দম্পতি। তাঁদের নিরাপত্তা প্রতিষ্ঠিত করার দাবি জানানো হয়েছে মুম্বই পুলিশকে। অন্যদিকে ভিকি-ক্যাটের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরে ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (২), ৩৫ (ডি)  এবং ৬৭ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। কে বা কারা এই ধরনের খুনের হুমকি দিচ্ছে ওই তারকা দম্পতিকে তা খতিয়ে দেখতে মুম্বইয়ের সাইবার সেলকেও বিষয়টি জানানো হয়েছে বলে খবর।

উল্লেখ্য, প্রখ্যাত পাঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে গত মাসে প্রকাশ্য রাস্তায় খুন করে একদল আততায়ী। এরপরেই বলিউডের তারকাদের নিরাপত্তা নিয়ে শুরু হয় জোর ধরপাকড়। এর মধ্যেই খুনের হুমকি পান বলিউড তারকা সলমন খান। সেই সময় তিনিও মুম্বাইয়ের বান্দ্রা থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছিলেন। রাতারাতি বাড়ানো হয় ভাইজানের নিরাপত্তা। এরপরেই সম্প্রতি সামনে এল ভিকি-ক্যাটরিনার এই ঘটনা। তাহলে কি সলমানের পরে এবার ভিকি ক্যাটরিনা গ্যাংস্টারদের নতুন টার্গেট?  উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 10 =