Aajbikel

শরীর ভালো নেই তরুণ মজুমদারের, হাসপাতালে বর্ষীয়ান পরিচালক

 | 
tarun

কলকাতা: শারীরিক অবস্থার অবনতি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। এসএসকেএম হাসাপাতালে আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে বলে খবর। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি মূলত হাসপাতালে ভর্তি হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তিনি কোভিড আক্রান্ত। ইতিমধ্যেই তার পরীক্ষা হয়েছে বলে জানা গিয়েছে।

 আরও পড়ুন- দুঃসাহসিক অবতরণ! ১৮৫ যাত্রীর জীবন বাঁচিয়ে ‘হিরো’ ক্যাপ্টেন মনিকা খান্না

আপাতত শ্বাসকষ্টের সমস্যা হলেও বিগত প্রায় এক মাস ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছেন। এছাড়াও তাঁর ডায়বেটিস এবং ফুসফুসের সমস্যা আছে। সব মিলিয়ে পরিচালককে নিয়ে চিন্তার ভাঁজ সকলের চোখে-মুখে। হাসপাতাল সূত্রে খবর, চেস্ট মেডিসিনের চিকিৎসক সোমনাথ কুণ্ডু এবং মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষের নেতৃত্বে পাঁচজন চিকিৎসকের একটি দল তাঁর চিকিৎসায় রয়েছে। এখন পুরোপুরি তাদের পর্যবেক্ষণে আছেন খ্যাতনামা পরিচালক। যদিও শেষ পাওয়া তথ্য অনুযায়ী তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল।

তরুণ মজুমদারের বিখ্যাত কিছু ছবির মধ্যে আছে ‘কাঁচের স্বর্গ’ (১৯৬২), বালিকা বধূ (১৯৬৭), কুহেলী (১৯৭১), শ্রীমান পৃথ্বীরাজ (১৯৭৩), দাদার কীর্তি (১৯৮০)। এর মধ্যে 'কাঁচের স্বর্গ' ছবির জন্য তিনি প্রথমবার জাতীয় পুরস্কার পান। এছাড়াও তাঁর পরিচালনায় দর্শক পেয়েছে 'আলো', ভালোবাসা ভালোবাসা'র মতো ছায়াছবি। ১৯৯০ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হক। উল্লেখ্য, চারটি জাতীয় পুরস্কার, সাতটি বি.এফ.জে.এ. সম্মান, পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার ও একটি আনন্দলোক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।

Around The Web

Trending News

You May like