Aajbikel

জন্মদিনে সুখবরের ইঙ্গিত! কোন রোমাঞ্চের অপেক্ষায় সুস্মিতা? জল্পনায় নেটপাড়া

 | 
সুস্মিতা

মুম্বই: ভারতের প্রথম ব্রহ্মাণ্ড সুন্দরী তিনি৷ আজ থেকে ২৮ বছর আগে মিস ইউনিভার্সের শিরোপা উঠেছিল তাঁর মাথায়৷ আজ, শনিবার ৪৭-এ পা দিলেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেন। যদিও তাঁকে বোঝার উপায় নেই! একই রকম লাবণ্যময়ী৷ মাত্র ১৮ বছর বয়সে বিশ্বসুন্দরী হন এই বঙ্গতনয়া। মাত্র ২০ বছর বয়সে পা রাখেন বলিউডে৷ অভিনেত্রী হিসাবে বলিউডে গভীর ছাপ না ফেললেও ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সব সময়েই সংবাদের শিরোনামে৷ জন্মদিনে ফের একটি পোস্টে জল্পনা উষ্কে দিলেন নায়িকা। ইনস্টাগ্রামে সুস্মিতা লিখলেন, ‘‘অবশেষে ৪৭-এ পা দিলাম। ১৩ বছর ধরে অপেক্ষা করেছিলাম। সামনের বছরটা দারুণ হতে চলেছে। নতুন কিছু ঘোষণার জন্য আমি রোমাঞ্চিত৷’’

আরও পড়ুন- ঐন্দ্রিলা সম্পর্কিত যাবতীয় পোস্ট ফেসবুক থেকে মুছে ফেললেন সব্যসাচী!

সুস্মিতার এই পোস্ট নজর এড়ায়নি ভক্তদের। কিন্তু কিসের ইঙ্গিত দিলেন নায়িকা? তবে কি ফের নতুন কোনও সম্পর্কে জড়ালেন? কানাঘুষো শুরু নেটপাড়ায়।

মাস কয়েক আগের ঘটনা৷ প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদীর এক পোস্ট ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়৷ ফলাও করে সুম্মিতার সঙ্গে সম্পর্কে কথা জানিয়েছিলেন তিনি। তবে সেই সম্পর্কের জল বেশিদূর গড়ায়নি৷ পুরনো প্রেমিক রহমানের সঙ্গেও সম্পর্কে ইতি পড়েছে৷  তবে কি এ বার নতুন সম্পর্কের ইঙ্গিত? নিজেই সে কথা কি নিজেই ঘোষণা করবেন অভিনেত্রী? তাঁর কেরিয়ারে তেমন চমক না থাকলেও, ব্যক্তিগত জীবন নিয়ে কখনও প্রচারের আলো থেকে সরেননি। ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রির বাইরের একাধিক নামী-দামি ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন৷ এবার কীসের তেমনই কিছু? শুরু গুঞ্জন৷ 

Around The Web

Trending News

You May like