কলকাতা: তিনি একাধারে যেমন অভিনেত্রী, অন্যদিকে বামমনস্কা ব্যক্তি। অন্যায়ের বিরুদ্ধে বারংবার গর্জে ওঠা তাঁর স্বভাব। তা সে ইন্ডাস্ট্রির কোনও বিষয় হোক বা রাজ্যের। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালচনা করতেও পিছপা হন না তিনি। যার কথা হচ্ছে তিনি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার অনন্য এক সম্মান পেলেন তিনি। ‘দ্য লেজেন্ড অফ বেঙ্গল’ সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন খোদ অভিনেত্রী।
কলকাতার রোটারি সদনে অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের তরফ থেকে অভিনেত্রীকে এই সম্মান প্রদান করা হয়। সংস্থার তরফ থেকে জানান হয়েছে, শ্রীলেখা মিত্র একজন ভালো অভিনেত্রীই শুধু নন, একজন ভালো মানুষ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়াও পশু-পাখিদের অধিকার নিয়েও কথা বলেন। তাই তাঁকে এই সম্মান দিতে পেরে তারা গর্বিত। অন্যদিকে, অভিনেত্রী ফেসবুকে এই অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে একটি পোস্ট করেছেন যেখানে তিনি লেখেন, ”আমি নাকি লেজেন্ড অফ বেঙ্গল! ওগো শুনছো…” অনেকের ধারণা নিন্দুকদের উদ্দেশেই এই বার্তা দিয়ে খোঁচা দিয়েছেন তিনি।