Aajbikel

জারি জাতীয় ভাষা বিতর্ক, অজয় দেবগনকে কটাক্ষ সোনু নিগমের

 | 
Sonu nigam slams Ajay Debgan n national language issue

মুম্বই: জাতীয় ভাষা নিয়ে  তরজা যেন উত্তোরত্তর বেড়েই চলেছে। ভারতের জাতীয় ভাষা নিয়ে দক্ষিণ ভারতীয় অভিনেতা কিচ্চা সুদীপ একটি মন্তব্য করেন। সেই মন্তব্যের বিরোধিতা করে অজয় দেবগনের ট্যুইট ঘিরে যাবতীয় বিতর্কের সৃষ্টি হয়েছে। সেখানে বলিউডের একাধিক ব্যক্তিত্ব নিজেদের মতামত প্রকাশ করেছেন। সেই বিতর্কে নতুন সংযোজন সোনু নিগম।

এক সাক্ষাৎকারে সোনু নিগম বলেন, ‘আমাদের সংবিধানে কোথাও লেখা নেই হিন্দি আমাজের জাতীয় ভাষা। এটি সর্বাধিক কথ্য ভাষা হতে পারে। তবে আমাদের জাতীয় ভাষা নয়। বরং বলা যেতে পারে ভারতের সব থেকে প্রাচীন ভাষা তামিল। তামিল ও সংস্কৃতের মধ্যে একটা বিরোধ রয়েছে। তবে অনেকেই দাবি করেন, তামিল বিশ্বের সব থেকে প্রাচীন ভাষা।’

পাশাপাশি তিনি বলেন, ‘কে কোন ভাষায় কথা বলবেন, তা ঠিক করে দেওয়ার অধিকার কারও নেই। তামিলিয়ানরা তামিল ভাষায় কথা বলবেন। পঞ্জাবিরা পঞ্জাবি বলবেন। কারও সুবিধা হলে ইংরেজি ভাষায় কথা বলতে পারেন। আদালতের সমস্ত রায় তো ইংরেজিতে লেখা থাকে। তাহলে কি আমাদের হিন্দিতে কথা বলা উচিৎ।’  এরপর তিনি বলেন, ‘দেশের মধ্যে এমনিতেই অনেক সমস্য়া রয়েছে। অযথা নতুন করে কোনও সমস্যার সৃষ্টি করবে না।’

তিনি বলেন, ‘বাইরের অনেক দেশের সঙ্গে সমস্যা রয়েছে। সেগুলোর ওপর অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। এই মুহূর্তে দেশের  অভ্যন্তরে অকারণে বিতর্ক বা অশান্তি সৃষ্টি করা অর্থহীন।’ একটি ট্যুইটে দক্ষিণ ভারতীয় কিচ্চা সুদীপ বলেছিলেন, ‘হিন্দি আমাদের রাষ্ট্র ভাষা নয়।’ পাল্টা অজয় দেবগন বলেন, ‘হিন্দি যদি আমাদের জাতীয় ভাষা না হয়, তাহলে আপনারা কেন আপনাদের মাতৃভাষায় ছবিগুলো মুক্তি করেন না? হিন্দিতে ডাব করেন কেন? হিন্দি আমাদের মাতৃভাষা। হিন্দি আমাদের জাতীয় ভাষা ছিল, আছে, থাকবে।    ’ অজয়  দেবগনের মন্তব্যের পরেই বিতর্ক দেখা দেয়।

Around The Web

Trending News

You May like