আসানসোল আদালত ‘আইনজীবী’ হয়ে হাজির শতাব্দী, কী বললেন অনুব্রতরে নিয়ে?

আসানসোল আদালত ‘আইনজীবী’ হয়ে হাজির শতাব্দী, কী বললেন অনুব্রতরে নিয়ে?

আসানসোল:  একজন বীরভূমের বেতাজ বাদশা৷ অন্যজন সেই লাল মাটির দেশেরই সাংসদ৷ বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল এবং শতাব্দী রায়ের সমীকরণ বরাবরই অম্লমধুর৷ অনুব্রত মামলায় সাক্ষী হিসাবেও নাম রয়েছে অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়ের৷ অনুব্রতর বিরুদ্ধে সাক্ষী দিলেও দিতে পারেন শতাব্দী! যদিও সেই বিষয়টি এখনও আদালত পর্যন্ত গড়ায়নি। কিন্তু, যে আদালতে গরু পাচার মামলায় অনুব্রতর শুনানি চলছে, সেই আদালতে হাজির হলেন শতাব্দী৷ না ‘সাক্ষী’ হিসাবে নয়, একেবারে ‘আইনজীবী’র বেশে৷ সেই ছবি ফাঁস হতেই জল্পনা ছিল তুঙ্গে৷ বিষয়টা কী? পরে জানা যায়, সওয়াল জবাব করতে নয়, বীরভূমের সাংসদ এসেছেন ছবির শুটিংয়ে। আসানসোল আদালতে একটি ছবির শুটিং চলছে৷ সেই ছবিতে আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন শতাব্দী রায়।

আরও পড়ুন- সুরজ নয়, অন্য এক পুরুষের সঙ্গে সন্তান মানুষ করেছিলেন মৌনী রায়

শুটিং চত্বর থেকে মাত্র ২০০ মিটার দূরে আসানসোল সংশোধনাগারে বন্দি রয়েছেন গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। প্রায় ১০০ দিনেরও বেশি আদালতে চক্কর কাটছেন কেষ্ট। জামিন পাননি। এদিন শতাব্দী সাংবাদিকদের মুখোমুখি হতেই উঠে আসে অনুব্রত প্রসঙ্গ৷ এ বিষয়ে তাঁর সংক্ষিপ্ত জবাব, আইন আইনের পথে চলছে। আইনি লড়াইও চলবে। প্রসঙ্গত, রবিবার দিনভর আদালত চত্বরে শ্যুটিং করেছেন শতাব্দী রায়। কিন্তু, অনুব্রতর সঙ্গে জেলে দেখা করতে যাননি তিনি।

একটা সময় চুটিয়ে অভিনয় করেছেন শতাব্দী৷ তবে রাজনীতিতে যোগ দেওয়ার পর ছেকেই সেভাবে আর বড়পর্দায় দেখা যায়নি তাঁকে৷ দীর্ঘদিন অভিনয় জগত থেকে দূরেই ছিলেন৷ বরং ভোটে জিতে পরপর তিন বার বীরভূমের সাংসদ হয়েছেন৷ এতদিন পর ফের বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী সাংসদ।  কাজ করছেন একটি হিন্দি ছবিতে তিনি। সেই ছবির শুটিংই চলছে আসানসোলে। ছবির নাম ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’।