করোনা আক্রান্ত বাদশা, করণ জোহরের জন্মদিনের পার্টিতেই সংক্রমিত শাহরুখ!

করোনা আক্রান্ত বাদশা, করণ জোহরের জন্মদিনের পার্টিতেই সংক্রমিত শাহরুখ!

মুম্বই: বলিউডে একের পর এক অভিনেতা অভিনেত্রী করোনায় আক্রান্ত হচ্ছেন। শাহরুখ খান করোনায় আক্রান্ত হয়েছেন। শাহরুখ খান তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই বিষয়ে কিছু জানানি। তবে সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের এক প্রতিবেদনে দাবি করেছেন, শাহরুখ খান করোনায় আক্রান্ত হয়েছেন। জানা যাচ্ছে বন্ধু করণ জোহরের জন্মদিনের পার্টিতে গিয়েই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। 

বলিউডের একের পর এক তারকার করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। করোনায় আক্রান্ত হওয়ার জন্য অভিনেতা অক্ষয় কুমার কান চলচিত্র উৎসবে যোগ দিতে পারেননি। এরপরেই অভিনেতা কার্তিক আরিয়ানের করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়। আদিত্য রায় কাপুরের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। ক্যাটরিনা কাইফ করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেলেও জানা যাচ্ছে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। 

২৫ মে প্রযোজক-পরিচালক করণ জোহরের পঞ্চাশতম জন্মদিনের পার্টি ছিল। সেখানেই প্রায় গোটা বলিউড আমন্ত্রিত ছিলেন। ওই জন্মদিনের পার্টি থেকেই শাহরুখ খান করোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে জন্মদিনের ওই পার্টি থেকে প্রায় ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে শাহরুখ খানের শরীরে কোনও উপসর্গ দেখতে পাওয়া গিয়েছে কি না বা তিনি এখন কেমন আছেন, এই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। করোনা রিপোর্ট আসার পরেই শাহরুখ খান আইসোলেশনে চলে গিয়েছেন বলে জানা যাচ্ছে। বর্তমানে শাহরুখ খানের তিনটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। একদিকে যেমন পাঠান রয়েছে, তেমনি রয়েছে ডাঙ্কি ও জওয়ান। শোনা যাচ্ছে তিনটে ছবিই ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে। 

অন্যদিকে, আতঙ্কের পারদ বাড়িয়ে দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। করোনার ঊর্ধ্বগামী সংক্রমণের জেরে কেন্দ্র সরকার ইতিমধ্যে পাঁচ রাজ্যকে সতর্ক করেছে। তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মধ্যে মুম্বইয়ে করোনা সংক্রমণ সব থেকে বেশি বলে জানা যাচ্ছে। নতুন করে মুম্বইয়ের পাব্লিক প্লেসে মাস্ক আবশ্যিক করা হয়েছে। শুধু তাই নয়, মাস্ক না পড়লে সাধারণকে জরিমানার মুখে পড়তে হবে বলেও জানা গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 5 =