চাঁচাছোলা লুকে চমকে দিলেন বাজিগর, মাঝসমুদ্রে আগুন জ্বালালেন দীপিকা

চাঁচাছোলা লুকে চমকে দিলেন বাজিগর, মাঝসমুদ্রে আগুন জ্বালালেন দীপিকা

মুম্বই: প্রথম গানেই চমকে দিল পাঠান। দীপিকার সঙ্গে বেশরম হলেন শার্টলেস শাহরুখ… মাঝ সমুদ্রে দুজনের রোম্যান্স মন কাড়ল দর্শকের।

 

বিকিনি হোক বা মোনোকিনি, শরীরী ভাঁজে গানে ঝড় তুলেছেন দীপিকা। নায়িকার বিকিনি লুক নজর কাড়লেও শাহরুখ ধরা দিলেন একেবারে অন্য মেজাজে। সুঠাম শরীর, লম্বা চুল, চোখে কালো রোদ চশমা… সম্পূর্ণ অন্য ধাঁচে ধরা দিলেন কিং খান। গান মুক্তি পেতেই শাহরুখের হট লুক নিয়ে শুরু হয়েছে চর্চা… ছবির প্রথম গানে উষ্ণ মেজাজেই ক্যামেরার সামনে ধরা দিলেন দীপিকা ও শাহরুখ। সমুদ্রে ভেসে থাকা ইয়টে দীপিকার সঙ্গে নাচ থেকে শুরু করে রোম্যান্স- বাজিমাত করলেন তিনি।

স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিন কোটি কোটি তরুণীকে ঘায়েল করেছেন বলিউডের বেতাজ বাদশা।  শার্ট খুলে নিজের পারফেক্ট অ্যাবস ফ্লন্ট করেছেন তিনি… তাঁর শার্টলেস লুক মুগ্ধ করেছে দর্শকদের। একদিকে অভিনেত্রীর বোল্ড লুক, অন্যদিকে,  শাহরুখের খাঁজকাটা এইট প্যাক অ্যাবস… বছর ৫৭-র অভিনেতার ফিজিক দেখে রীতিমতো হতবাক নেটিজেন…

 

বলিউডে তিন-তিনটে দশক পূর্ণ করে ফেলেছেন শাহরুখ। সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও এসেছে কেরিয়ারে। ২০১৮ সালে ‘জিরো’ সিনেমা নিরাশ করেছিল দর্শকদের… তারপর থেকে একটা দীর্ঘ বিরতি… জীবন সায়াহ্নে এসে নিজেকে আবারও ভেঙে-চুরে পাঠানে এলেন স্বপ্নের বাজিগর।

দুর্দান্ত লোকেশন, শুট থেকে শুরু করে উপস্থাপনা… গানের সুর, কোরিওগ্রাফি  সকলের নজর কাড়ছে। শাহরুখ-দীপিকা রসায়নে ভরপুর পাঠানের প্রথম গান থেকে ভক্তদের কাছে প্রাপ্তি এটাই।  

নতুন বছরটি শাহরুখ খানের জন্য বিশেষ হতে চলেছে। বড় পর্দায় ‘পাঠান’ হয়ে কামব্যাক করছেন তিনি। রুপোলি পর্দায় তাঁর অ্যাকশন দেখার অপেক্ষায় দর্শক।  এই ছবিতে গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ‘চেন্নাই এক্সপ্রেসের’ পর এই ছবিতে আবারও দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। রয়েছেন জন আব্রাহামও।  ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। ২০২৩ সালের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় সিনেমাহলে মুক্তি পাবে পাঠান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =