ডেঙ্গিতে কাবু বলিউডের ‘ভাইজান’, বাতিল করলেন সমস্ত কাজ

ডেঙ্গিতে কাবু বলিউডের ‘ভাইজান’, বাতিল করলেন সমস্ত কাজ

মুম্বই: বিগত কয়েক মাস ধরেই ডেঙ্গি চরম আতঙ্ক সৃষ্টি করেছে দেশে। একাধিক রাজ্যেই আক্রান্ত হচ্ছেন অনেকে। এবার মশাবাহিত এই রোগের কবল থেকে বাদ গেলেন না বলিউডের ভাইজান সলমন খানও। তিনিও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তাই আপাতত তিনি নিজের সমস্ত কাজ বাতিল করেছেন, দিওয়ালীর সব নিমন্ত্রণ এবং পার্টিও বাতিল করা হয়েছে। ‘বিগ বস’ শোয়ের সঞ্চালকও বদলে যাবে আগামী কয়েক সপ্তাহের জন্য।

আরও পড়ুন- ‘বাঙালি হয়ে হিন্দি বলতে পারি,তোমরা বাংলা শিখবে না কেন?’ ধমক শর্মিলার, চুপ আদিত্য

ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে,  গত ৫ দিন ধরে তীব্র জ্বরে ভুগছেন সলমন খান। যদিও সুপারস্টারের অবস্থা আশঙ্কাজনক নয় কিন্তু আগামী কয়েক সপ্তাহ তাঁকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আপাতত কোনও কাজ করতে পারবেন না তিনি। তাই সলমন যত দিন বিশ্রামে থাকবেন, তত দিন ‘বিগ বস’ সঞ্চালনা করার কথা রয়েছে পরিচালক করণ জোহরের। তিনি এর আগে ‘বিস বস’ ওটিটি সঞ্চালনা করেছেন। সলমনের সুস্থ হতে কত দিন লাগতে পারে, তা এখন থেকে বলা কঠিন। তাই আপাতত অনির্দিষ্টকালের জন্যই করণ জোহর এই শোয়ের সঞ্চালক হচ্ছেন।

আগামী বছর সলমন খানের দুটি ছবি মুক্তি পাওয়ার কথা। ‘কিসি কা ভাই, কিসি কি জান’ এবং ‘টাইগার ৩’। একই সঙ্গে জানা গিয়েছে, শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতেও ক্যামিও করেছেন তিনি। যদিও ডেঙ্গি আক্রান্ত হওয়ার জন্য এই সিনেমাগুলির সমস্যা হওয়ার কথা নয় কারণ এর কাজ অনেক আগে থেকেই হয়ে আছে। পোস্ট প্রোডাকশনের কাজ হয়তো কিছু বাকি। তাই এখন পুরোপুরি বিশ্রামে হিন্দি ছবির ‘প্রেম’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 3 =