কেকে’র বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জের! খুনের হুমকি পাচ্ছেন রূপঙ্কর

কেকে’র বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জের! খুনের হুমকি পাচ্ছেন রূপঙ্কর

কলকাতা: কেকের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই সমালোচনার শীর্ষে বাংলার প্রখ্যাত গায়ক রুপঙ্কর। সোম এবং মঙ্গলবার জনপ্রিয় বলিউড গায়ক কেকে পরপর দুদিন থেকে লাইভ শো করেছেন কলকাতায়। প্রিয় গায়ক কলকাতাতে পা রাখতেই আবেগে ফুটতে শুরু করেছিলেন কেকে অনুরাগীরা। আর তাতেই মঙ্গলবার মেজাজ হারান রুপঙ্কর। মঙ্গলবার সকালেই সোশ্যাল মিডিয়ায় রুপঙ্করের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তিনি কেকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে রীতিমত প্রশ্ন করেছিলেন ‘হু ইজ কে কে?’ ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে রূপঙ্করকে ঘিরে।

সেই সমালোচনায় চরম পর্যায়ে পৌঁছায় যখন মঙ্গলবার রাতে খবর মেলে লাইভ শোর পর আকস্মিকভাবেই মৃত্যু হয়েছে বলিউডের স্বনামধন্য গায়ক কেকের। কেকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই অনুরাগীদের রাগ-ক্ষোভের মুখে পড়েছেন রুপঙ্কর। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় রূপঙ্করের বিরুদ্ধে লাখ লাখ হেট পোস্ট। তরতরিয়ে কমছে তাঁর সোশ্যাল মিডিয়াতে ফলোয়ারের সংখ্যা। এমতাবস্থায় পুলিশের দ্বারস্থ হলেন রুপঙ্কর পত্নী চৈতালি লাহিড়ী। রুপঙ্করের স্ত্রীয়ের অভিযোগ, বুধবার সকাল থেকে একদিকে যেমন সোশ্যাল মিডিয়ায় রূপঙ্করের বিরুদ্ধে সরব হয়েছেন নেটপাড়ার লোকজন তেমনি অন্যদিকে বারবার গায়ক রূপঙ্কর বাগচী পাচ্ছেন খুনের হুমকি। আর তাই শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন তাঁরা।

 উল্লেখ্য সম্প্রতি স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’-তে অংশ নিয়েছেন রূপঙ্কর বাগচী এবং তার স্ত্রী চৈতালি লাহিড়ী। বুধবারও সেই শোয়ের শুটিং ছিল। শোয়ের সেটে যাওয়ার জন্য বুধবার বেলার দিকে বাড়ি থেকে বের হন সস্ত্রীক রুপঙ্কর। কিন্তু শুটিং ফ্লোরে না পৌঁছে দুজনে পৌঁছে যান থানায়। সেখানে গিয়ে পুলিশ আধিকারিকদের রূপঙ্করের স্ত্রী জানান যে, গায়ক বুধবার সকাল থেকেই একাধিকবার খুনের হুমকি পেয়েছেন। এমনকি সংবাদমাধ্যমকেও রুপঙ্করের স্ত্রী জানিয়েছেন, ‘সকাল থেকে একাধিকবার খুনের হুমকি এসেছে। প্রশাসনকে ইতিমধ্যেই পুরো বিষয়টি জানানো হয়েছে এবং তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।’

উল্লেখ্য মঙ্গলবার সকালে কেকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে রূপঙ্কর বলেছিলেন, বলিউড এবং বলিউডের গায়কদের নিয়ে বাঙালির যতটা উত্তেজনা ততটা উত্তেজনা তাঁদের বাংলার গায়কদের নিয়ে নেই। এর সঙ্গে রূপঙ্কর ওই ভিডিওতে আরও বলেন, তিনি এবং বাংলার আরও বেশ কয়েকজন শিল্পী কেকের থেকে ভালো গান গান। এর সঙ্গেই তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন ‘হু ইজ কে কে?’ রুপঙ্করের এই ভিডিওকে কেন্দ্র করেই উঠেছে সমালোচনার ঝড়। এরপর রাত্রে লাইভ অনুষ্ঠান শেষে যখন কেকের মৃত্যু সংবাদ প্রকাশিত হয় তখন তা যেন রুপঙ্করের বলাই কথার বিরুদ্ধেই ঘৃতাহুতি কাজ করে। বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একদিকে যেমন লোকজন কেকেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, অন্যদিকে তেমনি লাফিয়ে লাফিয়ে বাড়ছে রূপঙ্করের মন্তব্যের বিরুদ্ধে সমালোচনা এবং হেট পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =