‘অনুমাধব (দুই)’ শোনালেন রুদ্রনীল, নাম না করে ফের খোঁচা ‘কেষ্ট’কে

‘অনুমাধব (দুই)’ শোনালেন রুদ্রনীল, নাম না করে ফের খোঁচা ‘কেষ্ট’কে

কলকাতা: তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল হাসপাতালে ভর্তি হওয়ায় সময়ে তাঁকে নিয়ে ‘অনুমাধব’ লিখেছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় সেই কবিতার ভিডিও ভাইরাল হয়ে যায় অল্প সময়ের মধ্যেই। এখন সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের নেতা। তাই আবার তাঁকে খোঁচা দিয়ে ছড়া কাটলেন রুদ্র। নাম দিলেন ‘অনুমাধব দুই’। সোশ্যাল মিডিয়ায় সেটাও ভাইরাল।

আরও পড়ুন- রাত থেকেই ‘অ্যাকশন’! পূর্ব পরিকল্পনা করেই অনুব্রতের বাড়িতে সিবিআই

”অনুমাধব, অনুমাধব… কেমন আছো ভাল?/ মনখারাপের এই বাজারে দু’টো গল্প শোনাই চলো/ বুঝলে! পুজোর আগেই ঢাকে কাঠি,সবার মুখে হাসি/ চড়াম চড়াম ঢাক বাজাবে এবার বঙ্গবাসী”, ঠিক এমন ভাষাতেই কটাক্ষের বাণ ছুড়ে দিয়েছেন অভিনেতা এবং তারকা রাজনীতিবিদ। এছাড়াও ধর্মের কল বাতাস নাড়ায় থেকে শুধু করে গরু ইস্যু তুলে ধরেও আক্রমণ শানিয়েছেন তিনি এই ছড়ার মাধ্যমে। রুদ্রর কবিতার আরও বেশ কয়েকটি লাইন এই রকমঃ ”হে বঙ্গবাসী! চড়াম চড়াম বাদ্যি বাজে সামনে দুর্গাপুজো/ ঝলমলে কোটি টাকার প্যান্ডেলেতে ওই গরুচোরদের খুঁজো/ অনুমাধব, অনুমাধব কী হল তোমার চোখে জল/ পাচ্ছ দেখতে মানুষ লোটার করুণ ফলাফল।”

এর আগে বঙ্গ রাজনীতির একাধিক ইস্যু নিয়ে এইভাবেই কটাক্ষ করেছেন অভিনেতা। ২১ জুলাই থেকে শুরু করে, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়ার কোটি কোটি টাকা নিয়েও কবিতা বানিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিও ছিল সেই তালিকায়। এবার ফের একবার অনুব্রত মণ্ডলকে একহাত নিয়ে এল তাঁর কবিতা। আগেরগুলির মতো এটিও ভাইরাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =