Aajbikel

প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ, আবৃত্তি জগতে শোকের ছায়া

 | 
partha

কলকাতা: তিনি ছিলেন কর্ণ-কুন্তী সংবাদের ‘কর্ণ’। সেই বাচিক শিল্পী পার্থ ঘোষ প্রয়াত হলেন। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সম্প্রতি গলার অস্ত্রপচার হয়েছিল। তবে শেষ রক্ষা হল না। শনিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। পার্থ ঘোষের মৃত্যুতে আবৃত্তি মহলে শোকের ছায়া।

আরও পড়ুন- ময়নাতদন্ত স্থগিতের আর্জি, BJP কর্মীর রহস্যমৃত্যুতে মামলার অনুমতি হাই কোর্টের

২০২১ সালের ২৬ অগাস্ট মৃত্যু হয় পার্থ ঘোষের স্ত্রী গৌরী ঘোষের। শনিবার তিনিও হয়তো তাঁর কাছেই চলে গেলেন। এক সময় ‘কর্ণ-কুন্তী সংবাদ’ জনপ্রিয়তা অর্জন করেছিল। সে সময় গৌরী ছিলেন কুন্তীর ভূমিকায় এবং কর্ণের ভূমিকায় ছিলেন পার্থ। এছাড়াও রবীন্দ্রনাথের ‘শেষ বসন্ত’, ‘দেবতার গ্রাস’, ‘বিদায়' তাঁর গলায় জনপ্রিয়তা লাভ করে। যদিও তিনি রেডিওয় উপস্থাপক হিসেবে পেশাজীবন শুরু করেছিলেন।

আবৃত্তির পাশাপাশি স্ত্রী গৌরির সঙ্গে বেশ কিছু শ্রুতিনাটক যেমন ‘প্রেম’, ‘জীবন বৃত্ত’ করেছেন তিনি। সবগুলিই মনে রাখার মতো। স্বামী এবং স্ত্রী একসঙ্গে আকাশবাণী কলকাতার সঙ্গেও যুক্ত ছিলেন। এখন দু'জনেই না ফেরার দেশে। জানা যায়, শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পার্থ ঘোষ। হাসপাতাল থেকে তাঁর দেহ দমদমের এস পি মুখার্জি রোডের বাড়িতে নিয়ে যাওয়া হবে। তারপর নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।   

Around The Web

Trending News

You May like