মুম্বই: এক ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ফটোশ্যুট করে বিতর্কে জড়িয়েছেন রণবীর সিং। তারপর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা হতে থাকে। মুম্বই, কলকাতা সহ একাধিক শহরে অভিযোগ দায়ের করা হয়। তার জেরেই চেম্বুর থানায় হাজিরা দিতে যাওয়ার কথা ছিল রণবীর সিংহের। ২২ আগস্ট সেই হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি যাননি, তবে সোমবার গেলেন। অবশেষে পুলিশের সামনে এলেন ‘জায়েশভাই’।
আরও পড়ুন- না ফেরার দেশে এই বলি অভিনেতা, শোকের ছায়া টিনসেল টাউনে
জানা গিয়েছে, সোমবার সকাল ৭টা নাগাদ চেম্বুর থানায় হাজিরা দিতে গিয়েছিলেন রণবীর। পুলিশ সূত্রে খবর, রণবীরের বক্তব্য রেকর্ড করা হয়েছে। প্রয়োজনে আবার তাঁকে ডেকে নেওয়া হবে, এমন কথাও জানিয়েছে পুলিশ। প্রায় ঘণ্টা দুয়েক তিনি থানায় ছিলেন বলে খবর। ২২ আগস্ট তিনি হাজিরা না দিয়ে ২ সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই থানায় হাজিরা দিলেন দীপিকার স্বামী।
কলকাতা হাইকোর্টেও এই ফটোশ্যুট নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন সংখ্যালঘু মহিলা সংগঠনের চেয়ারপার্সন। দাবি ছিল, রণবীরের নগ্ন ছবি যাতে বাংলায় না ছড়াতে পারে তার প্রেক্ষিতে পদক্ষেপ নিতে হবে। এই মামলার শুনানি আগামী ১৯ সেপ্টেম্বর। তবে ইতিমধ্যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে নগ্ন ফটোশ্যুট মামলায় অভিনেতা রণবীর সিং এবং যে ম্যাগাজিনের হয়ে অভিনেতা ফটোশ্যুট করেছিলেন তাকে মামলায় অন্তর্ভুক্ত করতে।