Aajbikel

জিভে জল আনা কোন কোন খাবার থাকছে 'রালিয়ার' বিয়েতে? আছে চমক

 | 
রণবীর আলিয়া

মুম্বই: এ যেন এক স্বপ্নের বিয়ে। অনেক গুঞ্জন, অনেক জল্পনার অবসান ঘটানো বিয়ে। আলিয়া ভাট এবং রণবীর কাপুরের এই গাঁটছড়া নিয়ে সিনেমা প্রেমী তো বটেই আমজনতারও কৌতূহল কম নয়। বিয়ের পোশাক থেকে শুরু করে অতিথি তালিকায় কারা থাকছেন সব নিয়ে চর্চা হয়। তবে সবথেকে বেশি যে বিষয় নিয়ে চর্চা চলে তা হল বিয়ের ভোজন। কোন কোন খাবার থাকছে বিয়ের মেনুতে, তা জানার ইচ্ছা থাকে প্রায় সকলের। আর 'রালিয়ার' নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। সব কৌতূহলের চোখ সেই দিকে।

আরও পড়ুন- পিঠে ব্যাগ ঝুলিয়ে স্কুলে চলল ছোট্ট ইউভানের, উচ্ছ্বসিত মা শুভশ্রী, কোন স্কুলে ভর্তি হল সে?

বিয়ে শেষ হওয়ার পরেই আগামী ছবির কাজে হাত দেবেন আলিয়া এবং রণবীর দুজনেই। কিন্তু তা বলে বিয়েতে ডায়েট? শুনতে অনেকের অবাক লাগলেও জেনে নেওয়া ভাল যে ডায়েট নিয়ে কোনও রকম আপস করতে রাজি নয় তারকা জুটি। সেই অনুযায়ী, বিয়ের মেনু সাজানো হয়েছে বলেই জানা গিয়েছে। এদিকে আলিয়া ভাট আসলে 'ভেগান'। তাই রণবীরের মা তাঁর পছন্দের কথা মাথায় রেখেই 'ভেগান' মেনু ঠিক করেছেন। সেখানেই পাওয়া যাবে আলিয়ার ফেভারিট ভেগান বার্গার। অন্যদিকে রণবীরের পছন্দ সুশি। মেনুতে থাকছে সেটাও। তবে এখানেই শেষ নয়। ঋষি-নীতু কাপুরের ছেলের বিয়ে হচ্ছে আর রাজকীয় আয়োজন হবে না তা হতেই পারে না। তাই খাবারের মেনুতে থাকছে ইটালীয়, মেক্সিকান, পঞ্জাবি, আফগানি, সব রকমের খাবার। থাকছে বিরিয়ানি, কবাব, ডাল মখানি, পনির টিক্কা।

কেরিয়ারের শুরুতে আলিয়ার জীবনে অনেক পুরুষের আনাগোনা থাকলেও, তিনি মন দিয়েছেন রণবীরকে৷ অন্যদিকে, একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন রণবীরও৷ দীপিকা পাদুকোনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভাঙার পর তাঁর নাম জুড়েছিল ক্যাটরিনার সঙ্গে। এর মাঝেও নানা গুঞ্জন কানে এসেছে। এক সময় তাঁর সঙ্গে নাম জড়িয়েছিল সোনম-নার্গিসের৷ বলিউডে পা রাখার আগেও তাঁর প্রেমিকার অভাব ছিল না৷ তবে শেষ পর্যন্ত রণবীরের মন বসল সেই আলিয়াতেই৷ অনেকেই নিন্দার সুরে দাবি করেছিলেন যে এই সম্পর্ক টিকবে না। কিন্তু সকলের নিন্দা উপেক্ষা করেই আজ 'রালিয়া' বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন।  

আরও পড়ুন- জল্পনার অবসান! আজই বসছে ‘রালিয়া’র বিয়ের আসর, মেহেন্দিতে লুকিয়ে রহস্য

এদিকে শোনা যাচ্ছে, বিয়ের পরেই নাকি মধুচন্দ্রিমায় উড়ে যাবেন নব দম্পতি৷ প্রথমে ঠিক ছিল দক্ষিণ আফ্রিকার জঙ্গলে যাবেন৷ তবে বাধ সেধেছে রণবীরের সিডিউল৷ ২১ এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে তাঁর নতুন ছবি ‘অ্যানিমেল’-এর কাজ৷ তবে কি ছবির কাজ শেষ করেই হাতে হাত রেখে গভীর জঙ্গলে হারিয়ে যাবেন তারকা দম্পতি? সেই উত্তর অবশ্য এখনও মেলেনি৷

Around The Web

Trending News

You May like