জিমেই হার্ট অ্যাটাক, এইমসে ভর্তি বিখ্যাত এই কমিডিয়ান

জিমেই হার্ট অ্যাটাক, এইমসে ভর্তি বিখ্যাত এই কমিডিয়ান

নয়াদিল্লি: তাঁকে কে না চেনে। হাসাতে হাসাতে পেটে ব্যথা করিয়ে দিতে পারেন, আবার এক পলকে কাঁদিয়েও দিতে পারেন। কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের কথা বলা হচ্ছে। আজ তাঁকে নিয়ে চিন্তিত অনুরাগীরা। কারণ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তিনি। জানা গিয়েছে, যখন তাঁর হার্ট অ্যাটাক হয়, তখন তিনি জিমে ছিলেন। শারীরিক কসরত করতে করতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

আরও পড়ুন-  যে মেয়ে নিজে থেকে সেক্স করতে চায়, সে যৌনকর্মী! বিস্ফোরক ‘শক্তিমান’

সূত্র মারফৎ জানা গিয়েছে, বুধবার জিম করার সময় ট্রেডমিলের ওপরই আচমকা পড়ে যান রাজু। আগে থেকেই তাঁর বুকে ব্যথা হচ্ছিল বলে জানা গিয়েছে। তিনি পড়ে গেলে সঙ্গে সঙ্গে তাঁকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী তিনি ভাল আছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ইতিমধ্যে তাঁকে দু’বার সিপিআর দেওয়া হয়েছে। তাঁর পিআর টিম জানিয়েছে, ভয় পাওয়ার আর কিছু নেই। আপাতত তিনি সুস্থ এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। আশা করা হচ্ছে দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তিনি।

৫৮ বছর বয়সী রাজু শ্রীবাস্তব স্টেজ শো, কমেডি শো ছাড়াও বেশ কিছু সিনেমাতেও তিনি কাজ করেছেন। বিখ্যাত কমেডিয়ান একজন অভিনেতা ছাড়াও একজন বিজেপি নেতাও। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 4 =