স্বাস্থ্যের উন্নতি, ১৫ দিন পর জ্ঞান ফিরল রাজুর

স্বাস্থ্যের উন্নতি, ১৫ দিন পর জ্ঞান ফিরল রাজুর

নয়াদিল্লি: বিখ্যাত কমেডিয়ান তথা অভিনেতা রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ছিল তাঁর পরিবার, পরিজন থেকে শুরু করে অনুগামীরা। তাঁরা এবার কিছুটা হাফ ছেড়ে বাঁচলেন। কারণ ১৫ দিন পর রাজুর জ্ঞান ফিরেছে বলেই জানা গিয়েছে। এত দিন ভেন্টিলেশনে ছিলেন তিনি কিন্তু এখন তাঁকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর। আরও জানান হয়েছে, আপাতত স্বাস্থ্যের উন্নতি হয়েছে তাঁর এবং তিনি এই মুহূর্তে স্থিতিশীল।

আরও পড়ুন-  যে মেয়ে নিজে থেকে সেক্স করতে চায়, সে যৌনকর্মী! বিস্ফোরক ‘শক্তিমান’

গত ১০ আগস্ট জিম করতে করতে হঠাৎ জ্ঞান হারান রাজু শ্রীবাস্তব। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ভর্তি হন দিল্লির এইমস হাসপাতালে। তারপর থেকেই চলছিল প্রায় জীবন-মরণ লড়াই। টানা ১৪ দিন কোমায় থাকার পর অবশেষে জ্ঞান ফিরল তাঁর, চোখ খুললেন তিনি। তবে এই ক’দিনে অনেক রকম খবর ছড়িয়ে গিয়েছিল তাঁর স্বাস্থ্য নিয়ে। কোনও সংবাদমাধ্যমকে বলতে শোনা যায়, তাঁর ব্রেন ডেথ হয়েছে। আবার কেউ আশঙ্কা করে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু রাজুর স্ত্রী তাঁর শারীরিক অবস্থা প্রসঙ্গে বিবৃতি দেন স্পষ্টভাবে। তিনি জানান, রাজু লড়াই করছেন এবং তিনি আশা রাখেন তাঁর স্বামী জিতবেন। আজ তাঁরও খুব খুশির দিন বটে।

যদিও মাঝে বেশ কয়েকদিন রাজুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল। সেই সময়ে খারাপ কিছু আশঙ্কা করছিলেন চিকিৎসকরাও। কিন্তু সেই সঙ্কটের দিন এখন কেটে গিয়েছে বলেই অনুমান করছেন সকলে। উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় কমেডিয়ানদের মধ্যে একজন রাজু শ্রীবাস্তব। দেশে তো বটেই, দেশের বাইরেও বহু ভক্ত রয়েছে রাজুর। সেই অভিনেতাই এভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় রীতিমতো চিন্তিত তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই রাজুর সুস্থতা কামনা করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =