মুম্বই: মুক্তির দিনেই ইতিহাস সৃষ্টি করেছিল শাহরুখ খানের কামব্যাক ফিল্ম ‘পাঠান’। এক দিনে ১০০ কোটির রেকর্ড ব্যবসা করেছিল এই ছবি বিশ্বজুড়ে। আর ছবি রিলিজের ৪ দিনের মাথাতেই আরও বড় নজির। মাত্র এই কদিনেই দেশে ২০০ কোটির ক্লাবে এবং বিশ্বজুড়ে ৩০০ কোটির ক্লাবে ঢুকে গিয়েছে বলিউড বাদশার এই অ্যাকশন থ্রিলার। সবচেয়ে দ্রুত বিশ্ব বক্স অফিসে গ্রস ৩০০ কোটি টাকা কামানো বলিউড ছবির তকমা এখন ‘পাঠান’-এর কাছে।
মাত্র তিন দিনেই এই ছবির কালেকশন দাঁড়িয়েছে ৩১৩ কোটি টাকা। দেশেও এই ছবির কালেকশন ২০০ কোটি ছাড়িয়েছে বলেই খবর। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের দেওয়া তথ্য অনুসারে তিন দিনে দেশের বক্স অফিসে ‘পাঠান’ গ্রস কালেকশন করেছে ২০১ কোটি টাকা। অন্যদিকে বিশ্বব্যাপী বক্স অফিসে ছবির গ্রস আয় ১১২ কোটি টাকা। সবমিলিয়ে ৩১৩ কোটি টাকা। প্রথম দুদিনে এই ছবি ঐতিহাসিক ব্যবসা করেছিল। দ্বিতীয় দিনের কালেকশন প্রথম দিনকেও ছাপিয়ে গিয়েছিল। শুক্রবার একটু আয় কমলেও শনিবার এবং রবিবারে আবার আকাশ ছোঁয়া হতে পারে এই ছবির আয়।
দেশের প্রায় অধিকাংশ রাজ্যেই দর্শকের উন্মাদনা ও টিকিটের চাহিদা আপাতত তুঙ্গেই আছে। সাধারণ দর্শকের প্রতিক্রিয়া দেখে ছবির মুক্তি ও প্রথম শোয়ের পরে আরও ৩০০টি পর্দা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশ্ব জুড়ে মোট ৮ হাজার পর্দায় দর্শক উপভোগ করছে বলিউড বাদশার এই কামব্যাক ছবি।