Aajbikel

‘সাগ্নিকের জন্য আত্মহত্যা করেছে আমার মেয়ে’, দাবি সৌমীর মায়ের

 | 
সাগ্নিক

হাওড়া: টেলি অভিনেত্রী পল্লবী দের মৃত্যুতে সাগ্নিকের বিরুদ্ধে অভিযোগের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। হাওড়ার জগাছার তরুণী সৌমী মণ্ডলের মা অভিযোগ করেছেন, সাগ্নিকের জন্যই তাঁর মেয়ে আত্মহ্ত্যা করেছেন। সৌমীর বাবা-মা অভিযোগ করেছেন, সাগ্নিকের সঙ্গে সৌমীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেখান থেকেই প্রেমের সম্পর্ক হয়। সম্পর্কের টানা-পোড়েনের জেরে আট বছর আগে তাঁদের মেয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ।

হাওড়ার জগাছার বাসিন্দা ইলা মণ্ডল জানান, ২০১৪ সালের ১৮ মার্চ দোলের পরের দিন নিজের বাড়ি থেকেই সৌমীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সেই সময় তাঁরা জগাছার একটি বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা। মারা যাওয়ার সময় সৌমী ফোর্ট উইলিয়ামের কাছে একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। যখন সৌমী সাঁতরাগাছি সেন্ট্রাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। সেই স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন সাগ্নিক বলে সৌমীর মা জানান। 

সৌমীর মা বলেন, একই স্কুলে পড়ার সময় থেকে দুই জনের আলাপ। সৌমীদের ভাড়া বাড়িতে নিয়মিত আসতেন বলে জানা গিয়েছে। সৌমীর বাবা জানিয়েছিলেন, বাড়িতে দুবার মেয়েকে সাগ্নিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন। এই বিষয়ে মেয়েকে বকাবকি করেন। এমনকী মারধরও করা হয়। অন্যদিকে, সৌমীর সঙ্গে সাগ্নিকের সম্পর্কে চিড় ধরতে থাকে। সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তার জেরেই মেয়ে আত্মহত্যা করেন বলে সৌমীর বাবা অভিযোগ দায়ের করেছিলেন। সৌমীর পরিবারের অভিযোগ, সেই সময় সাগ্নিক আত্মহত্যার প্ররোচনা দিয়েছিলেন। 

অন্যদিকে, সৌমীর বাবা-মাও ঐন্দ্রিলার মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করেছেন। পল্লবীর পরিবার সাগ্নিকের পাশাপাশি ঐন্দ্রিলা নামে এক তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। এই প্রসঙ্গে সৌমীর বাবা-মা বলেন, যখন সাগ্নিক তাঁদের বাড়িতে নিয়মিত আসতেন, ঐন্দ্রিলাও তাঁর সঙ্গে আসতেন। তাঁরা দাবি করেছেন, ঐন্দ্রিলার জন্য সাগ্নিক ও পল্লবীর সম্পর্কে টানা-পোড়েনের সৃষ্টি হয়। সৌমীর বাবা-মা অনুমান করছেন, তাঁদের মেয়ের মৃত্যুর নেপথ্যে ঐন্দ্রিলার হাত থাকতে পারে। তাঁদের বক্তব্য, ঐন্দ্রিলার জন্যই সৌমী ও সাগ্নিকের সম্পর্কে চিড় ধরে। সেই কারণে তাঁদের মেয়ে আত্মহত্যা করেন। 

অন্যদিকে, ঐন্দ্রিলার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তাঁর মা লক্ষী মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সৌমীদের বাড়িতে যখন যেত, তখন ঐন্দ্রিলার বয়স ছিল ১১। বন্ধু হিসেবেই সাগ্নিকের সঙ্গে সৌমীদের বাড়িতে যেত ঐন্দ্রিলা।                                                                                                                                                                                                                                                            

                                          

Around The Web

Trending News

You May like