Aajbikel

অভিনেত্রী পল্লবী দের মৃত্যুতে উঠছে একাধিক প্রশ্ন, সাগ্নিককে রাতভর জিজ্ঞাসাবাদ গড়ফা থানায়

 | 
পল্লবী

কলকাতা:  ছোটপর্দার অভিনেত্রী পল্লবী দের মৃত্যুতে গড়ফা থানায় দায়ের হল খুনের মামলা। অভিনেত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে। প্রতারণা, জালিয়াতি, বিশ্বাসভঙ্গ, সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা, অপরাধ মূলক যড়যন্ত্রের ধারা যুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। অভিনেত্রীর লিভ ইন পার্টনার সাগ্নি চক্রবর্তীর পাশাপাশি ঐন্দ্রিলা নামে একজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঐন্দ্রিলা সাগ্নিক ও পল্লবীর কমন ফ্রেন্ড বলে জানা গিয়েছে। 

অন্যদিকে, অভিযোগের পর সোমবার মধ্যরাত পর্যন্ত গড়ফা থানায় পুলিশ সাগ্নিককে জিজ্ঞাসাবাদ করেন। সেই সময় কলকাতা পুলিশের ডিসি মর্যাদার আধিকারিকও ছিলেন বলে জানা গিয়েছে। পল্লবীর আইনজীবী পারিপার্শ্বিক বিষয়কে হাতিয়ার করে লড়াই করতে চাইছে। পুলিশ সূত্রের খবর, পল্লবীর পরিবার অভিযোগে বেশ কয়েকটি বিষয়ের ওপর জোড় দিয়েছেন। যেমন কেন পল্লবীর সাড়া না পেয়ে দরজা ভেঙে ঢোকেন সাগ্নিক?  কেন অভিনেত্রীর পরিবারকে পল্লবীর ফোন থেকেই সাগ্নিক খবর দেন?  পল্লবীর মৃতদেহে কালশিটে  কীসের?  পাশাপাশি পল্লবীর সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ নিয়ে আসা হয়েছে সাগ্নিকের বিরুদ্ধে।

অন্যদিকে, সাগ্নিক দাবি করেছিলেন, পল্লবী অবসাদে ভুগছিলেন। সেই দাবি অস্বীকার করে পল্লবীর দিদি জানান, ওর কোনও আর্থিক সমস্যা ছিল না। কোনও দেনাও ছিল না। কোনও কাজ পাচ্ছিল না বলে ওর কোনও সমস্যা হয়নি। 

পাশাপাশি পল্লবীর পরিবারের তরফে বেশ কিছু দাবি করা হয়েছে। সাগ্নিক কল সেন্টারে ১৮-২০ হাজার টাকা বেতনে চাকরি করতেন। অন্যদিকে, তদন্তে উঠে এসেছে, পল্লবী সাগ্নিকের জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা রয়েছে। ফ্ল্যাট ও গাড়ি কেনার সিংহভাগ টাকাই পল্লবী দিয়েছিলেন। নিউটানে ৫০ লক্ষ টাকার একটা ফ্ল্যাট পল্লবী বুক করেছিলেন। তবে সেই ফ্ল্যাট সাগ্নিকের নামে বলে জানা গিয়েছে।                                                                                              

Around The Web

Trending News

You May like