Aajbikel

বিয়ের আট বছর পরেও মেলেনি শারীরিক সম্পর্কে সম্মতি, জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে আদালতে স্বামী

 | 
marriage

ভুবনেশ্বর: জমকালো বিয়ে। হাসিমুখে পোজ। সংবাদের শিরোনামে জায়গা করে নেওয়ার পরেই মাঝে মাঝে জায়গা করে নেয় সেই বিয়ের বিচ্ছেদের খবর। কখনও আদালত তো কখনও সংবাদমাধ্যমেই চলতে থাকে নোংরা কাদাছোঁড়ছুড়ি। হলিউড অভিনেতা জনি ডেপের ঘটনা সম্প্রতি সেই খবরই বয়ান করছে। তার মাঝেই উঠে এল ওডিশা ফিল্ম ইন্ডাস্ট্রির দুই সুপারস্টারের বিবাহ বিচ্ছেদ সম্প্রতি সামনে এসেছে। একের পর এক অভিযোগ প্রকাশ পাচ্ছে। যাতে চোখ কপালে অনুগামীদের। 

আদালতে দ্বারস্ত হয়েছেন ওড়িশার জনপ্রিয় অভিনেতা তথা সাংসদ অনুভব মোহান্তি। তিনি অভিযোগ করেছেন, বিয়ের আট বছর হয়ে গিয়েছে। তারপরেও তাঁর স্ত্রী শারীরিক সম্পর্কের অনুমতি দেননি। যার ফলে বিয়ে অসম্পূর্ণ রয়ে গিয়েছে। সেই কারণেই তিনি আদালে বিবাহ বিচ্ছেদের আর্জি জানিয়েছেন। সেই মামলায় সাব ডিভিশন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রী বর্ষা প্রিয়দর্শিনীকে অনুভবের বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সাংসদ স্বামী অনুভব মোহান্তিকে প্রতিমাসে ১০ তারিখের মধ্যে স্ত্রীকে ৩০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

প্রসঙ্গত, ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব জনপ্রিয় বর্ষা ও অনুভব। পরে অনুভব সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন। লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে জয় লাভ করেন। ২০১৪ সালে ধুমধাম করে অনুভব ও প্রিয়দর্শিনীর বিয়ে হয়। ওড়িশার বেশিরভা সংবাদমাধ্যমে জায়গা করে নেয় সেই রূপকথার বিয়ে। কিন্তু খুব তাড়াতাড়ি সেই সম্পর্কের ছন্দপতন হয়। অনুভব জানিয়েছেন, বিয়ের কিছুদিন পর থেকে অশান্তি শুরু হতে থাকে। তিনি অভিযোগ করেন, তিনি মোটেই কোনও স্বাভাবিক সম্পর্কে নেই। বিয়ের এত বছর কেটে গেলেও বর্ষা তাঁকে শারীরিক সম্পর্কে অনুমতি দেয়নি। সেই কারণে তিনি আদালতে বিবাহ বিচ্ছেদের  মামলা করেছেন। 

পাল্টা অভিনেত্রী বর্ষা অভিযোগ করেছেন, অনুভব প্রতিদিন। প্রতিদিন অনুভব মাতাল হয়ে তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন। একাধিক অবৈধ সম্পর্কের অভিযোগ করেছেন। পাশাপাশি বর্ষা অভিযোগ করেছেন, অনুভবের জন্যই তিনি মা হতে পারেননি। পরস্পর বিরোধী অভিযোগে কার্যত দ্বন্দ্বে পড়ে গিয়েছে আদালত। আদালতের তরফে বর্ষাকে অনুভবের বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, অনুভবকে প্রতিমাসে ১০ তারিখের মধ্যে স্ত্রীকে ৩০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন।  

Around The Web

Trending News

You May like