বিকিনিতে নুসরত, সৈকতে একা যশ! তুঙ্গে চর্চা

বিকিনিতে নুসরত, সৈকতে একা যশ! তুঙ্গে চর্চা

কলকাতা: সারা সপ্তাহ যা কাজের চাপ।  তা সপ্তাহের শেষে একটু ছুটি কাটাতে একটু কোথাও ঘুরে আসতে মন চায়। তেমনি অভিনেত্রী নুসরত জাহান গিয়েছেন কোনও একটি সমুদ্র সৈকতে। ইচ্ছা একান্তে সময় কাটানো।  তিনি নুসরত জাহান। তিনি যা করেন, তাতেই নেটিজেনদের ফিসফিসানি শুরু হয়েছে। একের পর মন্তব্যে সোশ্যাল মিডিয়া ভরে যায়।  এবারেও তাই হল। তবে নুসরত জাহান ছুটিতে সমুদ্র সৈকতে গিয়েছেন বলে মোটেই নেটিজেনরা আগ্রহ দেখায়নি। নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিনেত্রীর  পোস্ট  করা সোশ্যাল মিডিয়ার একটি রিল ভিডিও। 

সেই ভিডিওতে নুসরতকে দেখা যাচ্ছে একটি বিলাস বহুল রিসর্টে। এরপরেই কারও হাত ধরে টার্ন করছেন নুসরত। পৌঁছে যাচ্ছেন সমুদ্র সৈকতে। ভিডিওর শেষের দিকে তাঁকে সমুদ্রের দিকে ছুটে যেতে দেখা যায়। তবে সমুদ্র সৈকতে যেতেই প্রকাশ বদল হয়ে যায় তাঁর। সেখানে একটি নিয়ন অ্যাকোয়া বিকিনিতে দেখা যাচ্ছে নুসরতকে। কেউ কেউ নুসরতের ফ্যাশনের তারিফ করেছেন।  তবে বেশিরভাগ নেটিজেনদের প্রশ্ন, তিনি কার হাত ধরে টার্ন করলেন? 

তিনি যে কার হাত ধরে টার্ন করতে পারেন তা কম বেশি সকলেই বুঝতে পেরেছেন। তবে দুয়ে দুয়ে চার করতে শুধু অভিনেতা যশ দাশগুপ্তের ইনস্টাগ্রাম প্রোফাইলে যেতে হবে। সেখানে ইতিমধ্যে যশ দাশুগুপ্ত একটি রিল ভিডিও পোস্ট করেছেন। আর সেই ভিডিও দেখলে  বুঝতে অসুবিধা হবে না, অভিনেত্রীর হোটেল আর যশ দাশগুপ্তের হোটেল এক। কার হাত ধরে টার্ন করেছিলেন, সেটা বুঝতে অসুবিধে হয় না। 
এরপরেই কৌতুহলী নেটিজেনদের প্রশ্ন,  যদি  অভিনেতার সঙ্গে সপ্তাহান্তে ছুটি কাটাতে যান, তাহলে তা সেই ছবি প্রকাশ্যে আনতে দোষ কোথায়। অভিনেত্রীর হয়ে সাওয়াল করে অনেকেই বলেছেন, অভিনেত্রী  বলে ব্যক্তিগত জীবন থাকতে পারে না। যদিও নিন্দুকেরা অন্য কথা বলছেন। তাঁরা বলছেন, বিতর্ক চাইছেন অভিনেত্রী। তাই তো পরোক্ষে বোঝাচ্ছেন তিনি ও যশ দাশগুপ্ত একসঙ্গে ঘুরতে যাচ্ছেন। আদতে অভিনেত্রী চাইছেন তাঁদের নিয়ে আলোচনা হোক।

তবে নিন্দুকেরা যাই বলুক না কেন, নুসরত জাহানের ফ্যাশন সেন্সের একবাক্যে প্রশংসা করেছেন সকলে।  শয়ে শয়ে কমেন্ট পড়ছে এই ভিডিওতে।  একদিন আগেই সি বিচের একটি পুরনো ছবি নুসরত জাহান পোস্ট করেছিলেন। নীল, গোলাপি কম্বিনেশনে দুপিসে তাঁকে বেশ মানিয়েছিল। কানে ছিল গোলাপি রঙের ওয়ার সাইজ রিং। সেই ছবিতে অভিনেত্রীর ফ্যাশন সেন্সে মজেছিলেন নেটিজেনরা।       

                                                                                                                                                                                                                                                                                              

                                                                                                                                                                                                                                                                                                   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 20 =