মুসলিম নামে কলঙ্ক! কমলা অন্তর্বাস পরে ছবি দিয়ে আক্রমণের শিকার নুসরত

মুসলিম নামে কলঙ্ক! কমলা অন্তর্বাস পরে ছবি দিয়ে আক্রমণের শিকার নুসরত

কলকাতা: নুসরত জাহান এবং বিতর্ক, এই দুটি শব্দ যেন একে অপরের পরিপূরক হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে কোনও পোস্ট দেবেন তৃণমূল কংগ্রেস সাংসদ আর কোনও বিতর্ক হবে না, এ যেন হতেই পারে না। কিছুদিন আগে ইদের দিন সাদা ট্রান্সপারেন্ট পোশাক পরে বুকের ট্যাটু ফ্লন্ট করে কটাক্ষের মুখে পড়েছিলেন নুসরত। আর এবার কমলা রঙের ব্রা পরে ছবি দিতেই উড়ে এল কটাক্ষের তীর। বলা হল, তিনি মুসলমান নামে কলঙ্ক।

আরও পড়ুন- দাদাগিরির মঞ্চে ফাঁস দেব-রুক্মিণীর বিয়ের সিক্রেট! ‘কিশমিশ’ নিয়ে হইচই

শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজের ফোটোশ্যুটের ছবি দেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। দেখা যায় তিনি কমলা রঙা অন্তর্বাস, নীল-সাদার মিশেলে সুতির পালাজো এবং একই কাপড়ের লম্বা সার্গ পরে রয়েছেন। ছবির ক্যাপশনে নুসরত লিখেছেন, ‘সামার ভাইবস’। ব্যাস। ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পর পর আক্রমণাত্মক কমেন্ট শুরু হতে থাকে। কেউ লিখেছে, তিনি মুসলিম নামে কলঙ্ক, আবার কেউ লিখেছে, ‘এই আমাদের সাংসদের অবস্থা।’ অনেকের আবার বক্তব্য, দেশের একজন সাংসদ হয়ে এই ধরণের পোশাক পরা অত্যন্ত কুরুচিকর।

কেউ আবার লিখেছেন, বসিরহাটের যে সকল মানুষ ভোট দিয়ে নুসরতকে জিতিয়েছে তাঁদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। সব মিলিয়ে আবার নেট দুনিয়ায় সম্পূর্ণ এক ভিন্ন কারণে চর্চায় তৃণমূলের সাংসদ। এমনিতেই যশের সঙ্গে সম্পর্ক নিয়ে কম ট্রোল্ড হতে হয়নি তাঁকে। নিজের সন্তানকে নিয়েও কটাক্ষের শিকার হতে হয়েছে নুসরতকে। কিন্তু কোনও সময়ে তিনি এই সব ইস্যুতে খুব একটা পাত্তা দেননি। আর এবারেও দিলেন না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − two =