যে মেয়ে নিজে থেকে সেক্স করতে চায়, সে যৌনকর্মী! বিস্ফোরক ‘শক্তিমান’

যে মেয়ে নিজে থেকে সেক্স করতে চায়, সে যৌনকর্মী! বিস্ফোরক ‘শক্তিমান’

মুম্বই: তিনি ৯০ দশকের ছেলে-মেয়েদের কাছে সুপারহিরো। তিনি ‘শক্তিমান’, তিনি মুকেশ খান্না। কিন্তু আজকাল তাঁর থেকে আর হয়তো ‘সুপার’ কিন্তু আশা করা যায় না। বারংবার বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে এখন সংবাদ শিরোনামে আসেন তিনি। আর এবার মেয়েদের নিয়ে যে মন্তব্য করলেন মুকেশ তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। ক্ষোভে ফুঁসছেন অধিকাংশ নেটিজেন। ঠিক কী বলেছেন তিনি?

আরও পড়ুন- ‘আমাদের জন্য আরেক বার পোশাক ছুড়ে ফেলুন’, অনাবৃত হওয়ার আর্জি রণবীরকে

নিজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি এক ভিডিও পোস্ট করেন অভিনেতা মুকেশ খান্না। সেখানে নারীদের সম্পর্কে কিছু কথা বলার সময়ে তাঁকে বলতে শোনা যায়, ”কোনও মেয়ে কোনও ছেলেকে যদি নিজে থেকে বলে যে আমি তোমার সঙ্গে সেক্স করতে চাই, তাহলে মনে রাখবেন মেয়েটি দেহ ব্যবসা করছে। কারণ সভ্য সমাজের কোনও মেয়ে এমন নির্লজ্জ কথা মুখে আনতে পারে না। যদি আনে তাহলে যে যৌনকর্মী। আপনি এই ঘৃণ্য কাজের অংশীদার হবেন না। এই মেয়েদের এড়িয়ে চলুন।” এই ভিডিও বার্তা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে। নেটিজেনদের একটা বড় অংশ একহাত নিয়েছে অভিনেতাকে।

কেউ কেউ বলছে, মেয়েদের প্রতি অত্যন্ত কুরুচিকর মন্তব্য করা হয়েছে। ছেলেরাও যদি একই কথা বলে তাহলে তাঁদের কী বলতে হবে সেটাও বলে দিলে ভালো। আবার কেউ তাঁর ‘সুপারহিরো’ চরিত্রকে আক্রমণ করে বলেছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শক্তি আর মান দুটোই চলে গিয়েছে। আবার কারোর মন্তব্য, এখন আর কাজ না পাওয়ার জন্য লাইমলাইটে থাকা হচ্ছে না, তাই এই মন্তব্য। অন্যের কটাক্ষ, বয়স বৃদ্ধি পেয়েছে তাই মান-হুঁশ সব চলে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 3 =