সেলুলয়েডে জীবন্ত রানি! দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে অনবদ্য যে সকল তারকারা

সেলুলয়েডে জীবন্ত রানি! দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে অনবদ্য যে সকল তারকারা

কলকাতা: রানির প্রয়াণে ব্রিটিশ রাজ পরিবারে অবসান ঘটেছে একটা যুগের৷ দীর্ঘ অসুস্থতার পর ৯৬ বছর বয়সে প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ৷ ব্রিটেনের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি সময় রাজ্যপাট সামলেছেন৷ পর্দায় একাধিকবার ফুটে উঠেছে রানির জীবন কাহিনী৷ শৈশব থেকে যৌবন, প্রেম, রাজত্বকাল, বারেবারে ধরা দিয়েছে সেলুলয়েডে৷ পর্দায় তাঁর চরিত্রকে জীবন্ত করে তুলেছেন যে সকল নামজাদা অভিনেত্রীরা, রইল তাঁদের ছবির কথা৷ 

আরও পড়ুন- Indian Idol-র মঞ্চ মাতাচ্ছে ৩ বাঙালি কন্যে, গান শুনে মন্ত্রমুগ্ধ বিচারকরা

mirren

ডেম হেলেন মিরেন: কিংবদন্তী অভিনেত্রী হেলেন মিরেন ‘দ্য কুইন’ ছবিতে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছিলেন ব্রিটেনের রানির চরিত্রকে। রানির সৌন্দর্য্য এবং সহজাত গৌরবকে সাবলীল ভাবে পর্দায় জীবন্ত করে তুলেছিলেন মিরেন। প্রিন্সেস ডায়ানার দুঃখজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে এই ছবির গল্প তৈরি করা হয়৷ এই ছবিতে রানির চরিত্রে অভিনয়ের জন্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন মিরেন৷ এমনকী স্বয়ং রানির সঙ্গে নৈশভোজের আমন্ত্রণও পেয়েছিলেন অভিনেত্রী৷ 

sarah

সারা গেডন:  হলিউড অভিনেত্রী সারা গেডন পর্দায় ফুটিয়ে তুলেছিলেন রাজকুমারী এলিজাবেথের চরিত্রকে৷ সালটা ২০১৫৷ ব্রিটিশ কমেডি ড্রামা ‘আ রয়্যাল নাইট আউট’-এ অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন সারা। পর্দায় যুবতী, স্বতন্ত্রতা, রোমাঞ্চপ্রেমী এবং আবেগপ্রবণ রাজকন্যার চরিত্র নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি। যে রাজকন্যা নিজের কাঁধে একটা দেশের ভার তুলে নিয়েছিলেন৷ ছবির পটভূমি ছিল ইউরোপ ডে-র এক রাত৷ যখন রানি ও তাঁর বোন বেরিয়ে পড়েছিলেন আনন্দ করতে৷ ঘটনা পরম্পরায় নিপুনভাবে বোনা হয়েছিল চিত্রনাট্যকে৷ 

foy

ক্লেয়ার ফয়: ‘দ্য ক্রাউন’-এর প্রথম দুই সিজনে রানির চরিত্রে অভিনয় করেছিলেন ক্লেয়ার ফয়৷ ওই ছবিতে চিত্রিত হয়েছিল ব্রিটিশ রানির দুই দশকের জীবন। যার মধ্যে দেখানো হয়েছিল ফিলিপের সঙ্গে তাঁর বিয়ের পর্ব, প্রধানমন্ত্রী হিসেবে উইনস্টন চার্চিলের মেয়াদ, ফিলিপের সম্পর্কের গুজব, পিটার টাউনসেন্ডের সঙ্গে মার্গারেটের সম্পর্কের মতো বিষয়গুলি। 

colman

অলিভিয়া কোলম্যান:  ‘দ্য ক্রাউন’-এর তৃতীয় এবং চতুর্থ সিজনে রানি দ্বিতীয় এলিজাবেথের ভূমিকায় অভিনয় করেন বিখ্যাত অভিনেত্রী অলিভিয়া কোলম্যান। ক্লেয়ার ফয়ের ব্যাটন হাতে নিয়ে ভক্তদের নিরাশ করেননি তিনি। কোলম্যানের রানি চরিত্রটি ছিল ১৯৬০-এর দশকের৷ যেখানে একজন নারী অত্যন্ত বিচক্ষণতা ও সহানুভূতিশীলতার সঙ্গে একটা দেশ পরিচালনা করেছেন। রানি এলিজাবেথের চরিত্রে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব এবং এমি পুরস্কার জিতেছেন অভিনেত্রী।

charls

জিনেট চার্লস: রানি দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে তৈরি হওয়া সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করে গিনেস বুক ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছেন জিনেট চার্লস৷ রানির চরিত্রে বারবার সকলকে অবার করেছিলেন তিনি। আসলে রানির সঙ্গে তাঁর চেহারার অদ্ভুত মিল খুঁজে পান রানির অনুরাগীরা। এমনকী নিজের প্রথম অভিনয় করা ছবি ‘লরিয়টস টেলিক্যাবিনেট’-এও তাঁকে দেখা গিয়েছে ব্রিটেনের রানির ভূমিকায়। এর পর একাধিক ছবিতেই তাঁকে রানি দ্বিতীয় এলিজাবেথের ভূমিকায় দেখা গিয়েছে।