‘সুন্দর দেশ ছেড়ে যেতে বাধ্য হব’, কেন এমন বললেন লাকি

‘সুন্দর দেশ ছেড়ে যেতে বাধ্য হব’, কেন এমন বললেন লাকি

6b4773929175c6221fcec1fc9edd82f5

পানাজি: সঙ্গীত শিল্পী লাকি আলিকে কে না চেনেন। তাঁর সুমধুর গলা এখনও বুঁদ করে রাখে যুব সমাজকে। কিন্তু সেই জনপ্রিয় গায়ক এবার দেশ ছেড়ে যাওয়ার কথা বললেন! কী এমন ঘটে গেল লাকি আলির সঙ্গে যার জন্য তিনি এমন ভাবছেন? আসলে তাঁর রাগ সরকারের ওপর এবং তিনি বিচার চাইছেন। সেই কাঙ্খিত বিচার না পেলে তিনি ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হবেন বলেই এক বার্তায় জানিয়েছেন। কিন্তু ঘটনাটি আসলে কী?

আরও পড়ুন- স্বাধীনতা দিবসের দিন বন্দুকবাজার হামলায় মৃত ৯, শিকাগো যেন মৃত্যুপুরী

মূল বিষয় নিয়ে লাকি আলি একটি পোস্ট করেছেন সোশ্যাল নিডিয়াতে। সেখানে তিনি জানিয়েছেন, জমি মাফিয়াদের জন্যই তাঁকে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং সরকার এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করছে না। লাকি লিখেছেন, তিনি আগেও বলেছেন, আবারও বলছেন। যদি দেশের সরকার জমি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, কোনও দিশা খুঁজে না দিতে পারে, তাহলে তিনি দেশ ছাড়তে বাধ্য হবেন। লাকির কথায়, জমি মাফিয়ারা তাদের ১০০ একরের বেশি জমি ও তাঁর বাবার কৃষিজমি বেদখল করে রেখেছে। এক্ষেত্রে ‘সেঞ্চুরি বিল্ডারস’ বলে এক সংস্থার নামও নিয়েছেন তিনি।

0917ddc91de080ed23cddd285c7829d3

তাঁর অভিযোগ, প্রচুর অর্থ খরচ করে এবং ভুয়ো সাক্ষীর সাহায্যে তারা এই কাজ করছে। সরকার যদি এখনও তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়, তাহলে তিনি এই সুন্দর দেশ, যাকে নিজের ঘর মানেন, সেটা ছেড়ে যেতে বাধ্য হবেন। এই পোস্টেই লাকি জানাচ্ছেন, ২০০২ সাল থেকে এই জিনিস চলে আসছে কিন্তু কখনও কোনও সরকার এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি আর এখনও নেওয়ার উপক্রম করছে না। তাই তিনি যদি একবার দেশ ছেড়ে চলে যান তাহলে আর এখানে ফিরে আসবেন না, এমনটাই স্পষ্ট করেছেন ‘ও সনম’-এর গায়ক।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *