ললিতের টুইটে প্রেমের ছোঁয়া! পলাতক ললিতের প্রেমে বঙ্গতনয়া সুস্মিতা সেন! নিভৃতে প্রেম করছেন তাঁরা?

ললিতের টুইটে প্রেমের ছোঁয়া! পলাতক ললিতের প্রেমে বঙ্গতনয়া সুস্মিতা সেন! নিভৃতে প্রেম করছেন তাঁরা?

লন্ডন: দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহা লগনে… চাঁদ উঠেছিল গগণে….

সুপার মুন হওয়ার অনেক আগেই কি ললিত কলার বৃত্ত সম্পূর্ণ হয়ে গিয়েছিল? নাকি এখন সবে জ্যোৎস্না ছড়ানোর পালা চলছে? নাকি মধ্যগগণে চাঁদ ওঠায় এখন সবে কলির সন্ধে? কী যে বলা যায়, কী যে ভাবা যায়, এইসব ভাবতে ভাবতেই নেটদুনিয়ায় সন্ধে থেকে রাত কাবার। আর যাদের নিয়ে এত হইহই তারা তো সার্ডিনিয়া ঘুরে লন্ডনের বাড়িতে ফিরে হয়তো বিশ্রাম নিচ্ছেন।

প্রাক্তন বিশ্বসুন্দরীর জীবনে কি এখন তাহলে ললিত বসন্ত এল? নাকি তোকে নিয়ে বেঁচে থাকার গানে সুর খুঁজে ললিতকেই পেলেন তিনি? ললিত মোদির বুকের কাছে বঙ্গললনা সুস্মিতা সেনের ঝুঁকে থাকা ছবিই এখন বহু বিস্ময়ের ঘোরের কারণ। কারণ, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ললিত মোদির সঙ্গে সম্পর্কে গিয়েছেন সুস্মিতা সেন। বসন্তের প্রায় শেষবেলার পাড়ে দাঁড়ানো ললিত – সুস্মিতার চেহারায় এখন বলিরেখার ছাপ স্পষ্ট। তাই জন্যই কি শেষপাড়ানির কড়ির মতো একে অপরকে টেনে নিলেন নিজের কাছে? নিন্দুকেরা যাই বলুক না কেন, ললিত মোদি যে আবার একটা ঝোড়ো ইনিংস খেলে দিলেন, সে কথা মানতে বাধ্য ওয়াকিবহাল মহল।

বৃহস্পতিবার সন্ধ্যায় ললিতের একটা মাত্র টুইট যেন আম্ফানের মতো আঘাত হানে চারদিকে। ললিতের বাহুডোরে রয়েছেন বঙ্গতনয়া সুস্মিতা সেন। প্রেমের অবগুণ্ঠন খোলা একগুচ্ছ ছবি দেখেই হামলে পড়েছে নেটদুনিয়া। আরও তাৎক্ষণিকভাবে ললিত ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, মলদ্বীপ – সার্ডিনিয়ার ঝোড়ো ট্যুর সেরে সপরিবারে লন্ডনে ফিরলাম। না বললেই নয়, অর্ধাঙ্গিনী ছিলেন। অবশেষে নতুন জীবন শুরু করেছি। মনে হচ্ছে চাঁদে আছি।

তাহলে কি ললিত আর সুস্মিতা বিয়ে করলেন? জল্পনা তুঙ্গে ওঠার পরেই আরও একটি টুইট ললিতের। তিনি লিখেছেন, বিয়ে হয়নি, প্রেমপর্ব চলছে। বিয়েটাও হবে একদিন। দীর্ঘ ১২ বছর দেশছাড়া ললিত মোদি। প্রাক্তন আইপিএল কর্তা দেশ থেকে পালানোর পর একইরকমভাবে রইস থেকেছেন লন্ডনে। বিভিন্ন সময়ে তার একাধিক ছবি টুইটও দেখা যায়। বিজেপি সরকারের তরফ থেকে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য এখনও তেমন কোনও পদক্ষেপও করতে দেখা যায়নি। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির তদন্তে সিবিআই কি আদৌ এগোলো, সে সম্পর্কেও সঠিক কোনও খবর নেই।

আইপিএলকে বিশ্ববাজারে এক এন্টারটেইনমেন্ট বিজনেস গেমে নিয়ে গিয়েছিলেন ললিত মোদি। তারপরেই আর্থিক দুর্নীতিতে দেশছাড়া ২০১০ সাল থেকে। কিন্তু তিনি যে এখনও সমানভাবেই ঝোড়ো ইনিংস খেলছেন, তা বেশ বোঝাই যাচ্ছে। সুস্মিতা সেন বহু প্রেমিকের সান্নিধ্যে এসে চির সিঙ্গেল তকমা নিয়েই ঘুরছিলেন। আঁতসকাঁচের তলায় রেখে মানুষ খুঁজে না পেয়ে একসময় নিজেই নিজেকে ২২ ক্যারট হিরে উপহার দিয়েছিলেন। কিন্তু প্রেমিক খোঁজার অতলে নেমে তিনি যে ললিত কণায় আবদ্ধ হবেন, এ ঘুনাক্ষরেও ভাবতে পারেনি কেউ।

সার্ডিনিয়ার ছবি টুইট করছিলেন সুস্মিতাও। কিন্তু তারা যে একইসঙ্গে আছেন কেই বা জানত! ললিতের স্ত্রী মিনাল মোদি ২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন৷ কাজেই পিছুটানহীন জীবনে ললিত এখন সুস্মিতাকে নিয়ে নৌকা বাইতেই পারেন। আর সুস্মিতার ক্ষেত্রেও সমস্যা কিছু নেই। কারণ, বিশ্বসুন্দরী হওয়ার পরে খান কতক ছবি করা ছাড়া আর তেমন কর্মোদ্যমে তাকে দেখা যায়নি। প্রেম এসে ভেঙেওছে বহুবার। এবার হয়তো ললিতের মদনবাণে বিদ্ধ সুস্মিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 6 =