নেপোটিজমের জন্যই কাজ হারাতে হল, করণের বিরুদ্ধে কী বললেন কার্তিক আরিয়ান

নেপোটিজমের জন্যই কাজ হারাতে হল, করণের বিরুদ্ধে কী বললেন কার্তিক আরিয়ান

মুম্বই:  পরিচালক তথা প্রডিউসার করন জোহরের বিরুদ্ধে বার বার স্বজন পোষনের অভিযোগ উঠেছে। এর আগে বহু অভিনেতা অভিনেত্রী পরোক্ষে সেই কথা স্বীকার করেছেন। এমনকী, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষনের অভিযোগে করন জোহরকে ট্রোলের মুখে পড়তে হয়েছিল। তারমধ্যেও বলিউডের বহিরাগত কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো। কিন্তু সেই বন্ধুত্বে ধরল চিড়। দোস্তানা ২ থেকে বাদ পড়লেন কার্তিক আরিয়ান। তবে কী করণ জোহরের নেপোটিজমের শিকার বন্ধু কার্তিক আরিয়ানও। এই প্রসঙ্গে কী বললেন লাভ আজকাল ২ এর নায়ক। 

সম্প্রতি সাক্ষাৎকারে বার বার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। রণ জোহরের নেপোটিজমের জন্য কী কাজ হারাতে হল কার্তিক আরিয়ানকে। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি শুধু কাজের দিকে মন দিতে চাই। এর বেশি আমি কিছু বলতে চাই না। আমার হাতে এখন কী কী ছবি আছে, সেটাই দেখুন। 

শেষ পর্যন্ত বলিউডে দলবাজির শিকার হতে হল কার্তিক আরিয়ানকে?  সাংবাদিকদের দিক থেকে নায়কের কাছে বার বার এই প্রশ্ন আসতে শুরু করেছে।  তাই বাধ্য হয়েই ভুল ভুলাইয়া-২ এর নায়ককে সরাসরি উত্তর দিতে হয়। তিনি বলেন, অনেক সময় মানুষ একটা ছোট্ট বিষয়কে বড় করে দেখায়। সেরকম কিছুই ঘটেনি। এসব নিয়ে ভাবার কারও এত সময় নেই। আমরা সবাই কাজ করতে চাই। ভালো কাজ করতে চাই। এর বাইরে যা শোনা যায় সব গুজব। 

করণ জোহরের সঙ্গে সম্পর্ক যে ভাঙন দেখা দিয়েছে, তার প্রমাণ দোস্তানা-২ থেকে বা পড়েছেন কার্তিক আরিয়ান। ২০১৯ সালেই দোস্তানা-২ এর ঘোষণা করা হয়েছিল। সিনেমাটিতে কার্তিক আরিয়ান, জাহ্নবী কাপুর ও নবাগত লক্ষ্যের অভিনয়ের কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের দাপটে বন্ধ হয়ে যায় । কিন্তু দোস্তানা- ২ এর শুটিং  শুরু হতে দেখা গেল বাদ পড়েছেন কার্তিক আরিয়ান। তাঁর অপেশাদার মনোভাবের জন্য তাঁকে কাজ থেকে ছেঁটে ফেলা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =