দেশজুড়ে কঙ্গনার সিনেমার মাত্র ২০টি টিকিট বিক্রি, আয় ৪,৪২০ টাকা

দেশজুড়ে কঙ্গনার সিনেমার মাত্র ২০টি টিকিট বিক্রি, আয় ৪,৪২০ টাকা

মুম্বই:  কঙ্গনা রানাউতের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ভুলভুলাইয়া ২ এর সঙ্গে মুক্তি পেয়েছিল কঙ্গনা রানাউতের ছবি ধকড়। একদিকে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবানী অভিনীত ভুলভুলাইয়া-২ সপ্তাহ শেষে ১০০ কোটির ব্যবসার মুখে। ঠিক সেই সময় কঙ্গনা রানাউতের সিনেমার টিকিট শনিবার বিকেলে ২০টি বিক্রি হয়েছে। শনিবার মাত্র চার হাজার ৪২০ টাকার ব্যবসা করেছে ধাকড়। 

নারী কেন্দ্রিক বলিউডে প্রথম স্পাই ছবি ধকড়। কিন্তু রাজনীশ ঘাইয়ের তৈরি এই ছবি একেবারেই দর্শকদের মন টানতে পারেনি। সেই তুলনায় ভুলভুলাইয়া দর্শকদের বেশি পছন্দ হয়েছে। ঠিক যখন ভুলভুলাইয়ার টিকিট পেতে দর্শকদের কালঘাম ছুটছে, বেশিরভাগ প্রেক্ষাগৃহে হাউস ফুল বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক সেই সময় শনিবার মাত্র ২০টি টিকিট বিক্রি হয়েছে ধকড়ের। আয় হয়ছে মাত্র ৪,৪২০টাকা। 

নিজের অ্যাকশন প্যাকের লুক দর্শকদের নজর কাড়তে বেশ সচেষ্ট হয়েছিলেন কঙ্গনা রানাউত। সিনেমায় কঙ্গনা রানাউতের ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পরেই হইচই পড়ে যায়। তবে ট্রেলারটি দর্শকদের সেভাবে মনে ধরেনি। নানা ভাবে দর্শকদের তোপের মুখে পড়তে হয়েছিল রঙ্গনার ধকড়কে। কঙ্গনা ছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করেছেন অর্জুন রামপাল ও দিব্যা দত্ত। অন্যদিকে, টলিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কেও এই সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে।

 
জানা যায় প্রথমে দেশের ২০০ টি স্ক্রিনে মুক্তি পেয়েছিল স্পাই থ্রিলার ধকড়। প্রথম থেকেই দর্শক থেকে শুরু করে ফিল্ম ক্রিটিকদের মনে ধরেনি এই সিনেমা। তীব্র সমালোচনার জেরে এই সিনেমা দেখতে আসার আগ্রহ হারান দর্শকরা। রাজনীতি নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউত এমনিতে বেশ মুখরা হিসেবে পরিচিত। অনেকে আবার বলেন অভিনেত্রী খুব স্পষ্টবাদী। তবে এই মুহূর্তে তাঁর সুপার ফ্লপ সিনেমা নিয়ে কোনও মন্তব্য করেননি। তাঁর সিনেমার এই অবস্থা নেটিজেনদের একাংশের কৌতুকের কারণ হয়েছে। 

অভিনেত্রী কঙ্গনা রানাউতের পাশে দাঁড়িয়েছেন রিচা চাড্ডা। কঙ্গনার পর পর বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। যার জেরে তাঁর অভিনয় জগতের কেরিয়ার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 1 =