কলকাতা: গতকাল না ফেরার দেশে চলে গিয়েছেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। শিল্পীর প্রয়াণে এমনিতেই শোকস্তব্ধ বাংলার সঙ্গীত জগত। এরই মধ্যে অতীতের এক ঘটনা উত্থাপন করে কবীর সুমন বিস্ফোরক মন্তব্য করলেন। পরোক্ষে তিনি সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ি করেছেন। এমন এক মন্তব্য তিনি এখন করেছেন যা বিতর্কের জন্ম দিয়েছে। তাঁর ফেসবুক পোস্ট এখন ভাইরাল।
আরও পড়ুন- দিঘার হোটেলের ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে কার্নিশ থেকে ঝাঁপ পর্যটকদের!
আসলে কিছু সপ্তাহ আগেই ‘পদ্মশ্রী’ সম্মান দেওয়ার জন্য ফোন আসে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কাছে। কেন্দ্রীয় সরকারের তরফে তাঁকে তথা তাঁর পরিবারকে জানান হয়েছিল যে, ‘পদ্মশ্রী’ পুরষ্কারের জন্য তাঁকে ভাবা হচ্ছে, যদি তিনি রাজি থাকেন তাহলে তাঁকে এই সম্মান দেওয়া হবে। ‘গীতশ্রী’ সেই পুরষ্কারের প্রস্তাব ফিরিয়ে দেন। আর এই ঘটনার পরেই হইচই শুরু হয়ে যায় সব জায়গায়। বাংলার শিল্পী মহল কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করে একে একে। বলা হয়, ৯০ বছরের একজন প্রবাদপ্রতিম শিল্পীকে এইভাবে ‘পদ্মশ্রী’ দেওয়ার প্রস্তাব তাঁকে অপমান করার করার সমান। এই ঘটনাকেই উল্লেখ করে এখন কেন্দ্রকে নিশানা করেছেন সুমন। ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ”হিন্দি হিন্দুত্ব হিন্দিয়াবাদীরা সফল। বাংলার সুরসম্রাজ্ঞীকে অপমান করে তাড়ানো গ্যাছে।”
আসলে ‘পদ্ম সম্মান’ ইস্যুর পর থেকেই বহু ফোন এসেছিল তাঁর কাছে৷ তাঁকে ফোনে দীর্ঘক্ষণ কথা বলতে হয়েছিল এবং এর পরেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেছিলেন বলে পরিবারের তরফে জানান হয়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি আবার কোভিড পজিটিভ হন। তবে তা থেকে সেরে উঠেছিলেন। বিগত কয়েক দিনে তাঁর শরীর ভালোই ছিল। কিন্তু আচমকা তা আবার খারাপ হয়ে যায়। শেষে গতকাল সন্ধ্যায় সকলকে কাঁদিয়ে চলে যান সন্ধ্যা। তাই কবীর সুমনের কথায় স্পষ্ট যে তিনি মনে করছেন, কেন্দ্রীয় সরকারের ওই পদক্ষেপের কারণেই আজ এই ঘটনা ঘটেছে।