Aajbikel

জীবনের শেষ কনসার্টে যে ২০ টি গান গাইলেন কেকে...

 | 
K K songs

কলকাতা: খবরটা কেউই প্রথমে বিশ্বাস করতে পারেননি। ভক্তকূল তো নয়ই, সংবাদমাধ্যমের অনেকেও প্রথমে হকচকিয়ে গিয়েছিল। কলকাতায় দু'দিন ধরে শো করছেন কেকে। মঙ্গলবারই শেষ হত তাঁর কলকাতা সফর। কিন্তু জীবনটাই যে এই শহরে শেষ হওয়ার ছিল তা কে জানত। মাত্র ৫৪ বছর বয়সে চলে গেলেন দেশের অন্যতম জনপ্রিয় এবং সেরা গায়ক কেকে। 'সিটি অফ জয়' তাঁর খুব পছন্দ ছিল। এখানে আসার আগেই উচ্ছ্বসিত হতেন দারুণভাবে। সেই প্রিয় শহরেই জীবনের শেষ ২০ টি গান গাইলেন গায়ক।

আরও পড়ুন- কৃষ্ণকুমার কুনাথ থেকে কেকে, আজীবনের জন্য থেকে গেল 'প্রেমের গলা'

মঙ্গলবার নজরুল মঞ্চে শো করতে এসেছিলেন তিনি। সঙ্গে ছিল সেই গানের তালিকা যে যে গান তিনি গাইবেন। ২০ টি গান তৈরি করে রেখেছিল কেকে। গাইলেন সবকটি। শেষবারের মতো। অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই কেক অসুস্থ বোধ করছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু তিনি শো বন্ধ করেননি। কিছুটা বিশ্রাম নিয়ে আবার গান গেয়েছেন। ভদ্রতার খাতিরে বলুন, পেশাদার শিল্পী হিসেবে বলুন বা নিয়তি, শরীর খারাপ নিয়েই কনসার্ট শেষ করেন তিনি। কিন্তু তারপর যা হয়ে গিয়েছে তা কল্পনার অতীত। কেকে'র জীবনের অদ্ভুত সমাপতন। আরও বড় কাকতালীয় ব্যাপার, যে গান তাঁকে গায়ক হিসেবে সর্বপ্রথম সবথেকে বেশি জনপ্রিয় করেছিল, সেই গানই হয়ে গেল তাঁর জীবনের শেষ গান। এই গান দিয়েই তিনি শো শেষ করেন।

কোন ২০ টি গান ছিল কেকে'র শেষ শো'য়ে? প্রথমে তিনি গান ঝঙ্কার বিটসে্র ‘তু আশিকি হ্যায়’ গানটি। পর পর গেয়ে চলেন, ‘কেয়া মুঝে পেয়ার হ্যায়’, ‘দিল এবাদত’, ‘মেরে বিনা’, ‘লাবো কো’, ‘তুহি মেরি শব হ্যায়’, ‘আঁখোমে তেরি আজব সি আদায়ে হ্যায়’। তারপর কেকে'র কন্ঠে শোনা যায় অভি অভি’, ‘এমপিথ্রি’, ‘তু জো মিলা’, ‘ইয়ারো’, ‘খুদা জানে’, ‘জারা সি দিল মেঁ দে জাগা,’ ‘আশায়েঁ,’ ‘ম্যায় হুঁ ডন’, ‘তুনে মারি এন্ট্রি’, ‘দেশি বয়েজ’, ‘ডিস্কো’, ‘কোই ক্যাহে’। অনুষ্ঠান শেষ করেন তাঁর পরিচিতি পাইয়ে দেওয়া, সকলের অন্যতম প্রিয় 'পল, ইয়ে হ্যায় পেয়ার কে পল' গান দিয়ে।

Around The Web

Trending News

You May like