বিরল রোগে আক্রান্ত জাস্টিন বিবার! এক চোখের পলক পড়ে না

বিরল রোগে আক্রান্ত জাস্টিন বিবার! এক চোখের পলক পড়ে না

ওটাওয়া: তাঁর একের পর এক শো বাতিল হচ্ছে। সম্প্রতি ওয়ার্ল্ড ট্যুর করারও কথা ছিল তাঁর, কিন্তু সেটাও শেষ পর্যন্ত হচ্ছে না। অনুগামীরা সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগরে দিতে শুরু করেছিল, তা আচরণ কারোর পছন্দ হচ্ছিল না। কারণ বেশিরভাগ কেউই জানতে পারছিলেন না যে কেন এমন করছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। অবশেষে এক ভিডিও বার্তার মাধ্যমে সবটা জানালেন তিনি। জানা গেল, একটি বিরল রোগে আক্রান্ত হয়েছেন জাস্টিন।

আরও পড়ুন- গত দু’বছর পর ইউরোপজুড়ে পর্যটকদের ঢল, ফের গতি আসছে আমেরিকা-মধ্যপ্রাচ্যের পর্যশিল্প

‘রামসে হান্ট সিনড্রোম’ নামে একটি বিরল রোগে আক্রান্ত হওয়ার খবর তিনি ভিডিও বার্তার মাধ্যমে দিয়েছেন। বিবার জানিয়েছেন, যারা তাঁর শো বাতিলের জন্য হতাশ হচ্ছেন বা রাগ করছেন তারা যেন একটু বিষয়টি বোঝার চেষ্টা করেন। এই অবস্থায় তিনি কখনই শো করতে পারবেন না। তিনি সকলকে জানিয়েছেন, তাঁর মুখের একদিক অসাড়, অবশ হয়ে গিয়েছে। চোখের পলক পড়ছে না, মুখের একদিকের ঠোঁট কাজ করছেন না। এতএব তিনি ঠিক মতো হাসতেও পারছেন না। বিবারের বক্তব্য, তিনি এখনও বিশ্রাম নিচ্ছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মুখের ব্যায়াম করছেন। আশা করছেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কিন্তু এখন যে বিষয়টি যথেষ্ট ঝুঁকির তাও অবগত করেছেন পপ তারকা।

কী এই ‘রামসে হান্ট সিনড্রোম’? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি একটি স্নায়ুর রোগ। এতে মুখ এবং কানের স্নায়ুর ক্ষতি হয়। মুখের পক্ষাঘাতের পাশাপাশি শ্রবণশক্তিও চলে যেতে পারে। এই কথাই ভিডিওতে বলতে গিয়ে জাস্টিন দেখিয়েছেন কী ভাবে তাঁর এক চোখের পলক পড়ছে না। এক পাশের নাসারন্ধ্রটিও কাজ করছে না। মুখের একটা পাশ দিয়ে হাসতেও পারছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 16 =