অশ্লীল, প্রচারধর্মী বলে পরিচালকের মন্তব্য! ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে ক্ষমা চাইল ইজরায়েল

অশ্লীল, প্রচারধর্মী বলে পরিচালকের মন্তব্য! ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে ক্ষমা চাইল ইজরায়েল

নয়াদিল্লি: ভারতীয় ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে ‘ইফি’র মঞ্চে কড়া মন্তব্য করেছিলেন ইজরায়েলের পরিচালক পরিচালক লাপিড নাদাভ। তিনি বলেন, এই ছবি ‘অশ্লীল’, প্রচারধর্মী। একই সঙ্গে তাঁর এও মন্তব্য ছিল যে, এই ছবিকে বাকি ছবিদের সঙ্গে একই তালিকায় দেখে তিনি অবাক হয়েছেন। তাঁর এই মন্তব্য ঘিরে এখন ভারত এবং ইজরায়েল দুই দেশের সম্পর্কের মধ্যে চিড় ধরার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও ঘটনার বেশি সময় যেতে না যেতেই ক্ষমা চেয়ে নিয়েছেন সেদেশের রাষ্ট্রদূত।

আরও পড়ুন- সুরজ নয়, অন্য এক পুরুষের সঙ্গে সন্তান মানুষ করেছিলেন মৌনী রায়

‘ইফি’র মঞ্চে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে যে বির্তক শুরু হয়েছে তা নিয়ন্ত্রণে আনতে ইজরায়েল পরিচালকের মন্তব্য নিয়ে ভারতের কাছে ক্ষমা চাইলেন সে দেশের রাষ্ট্রদূত নায়োর গিলন। তিনি নিজের দেশের পরিচালকের বিরুদ্ধেই কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর কথায়, অন্য দেশকে নিয়ে এ রকম নেতিবাচক মনোভাব প্রকাশ করবেন না। নিজের দেশ নিয়ে যা বলার বললে কোনও অসুবিধা নেই। এছাড়া তিনি এও জানিয়েছেন, পরিচালকের মন্তব্যের জন্য যাতে দুই দেশের সম্পর্ক খারাপ না হয়ে যায় সেই বিষয়টিও নজরে রাখবেন তিনি। আসলে এই ছবির প্রশংসা করতে শোনা গিয়েছিল খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।