Aajbikel

ঐন্দ্রিলাকে নিয়ে গয়না কিনতে গিয়েছিলেন সাগ্নিক, রয়েছে সেই ছবি! দাবি অভিনেত্রীর বন্ধুর

 | 
ঐন্দ্রিলাকে নিয়ে গয়না কিনতে গিয়েছিলেন সাগ্নিক, রয়েছে সেই ছবি! দাবি অভিনেত্রীর বন্ধুর

কলকাতা:  টেলি অভিনেত্রী পল্লবী দের রহস্য মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। ঐন্দ্রিলাকে নিয়েই গয়না কিনতে গিয়েছিলেন সাগ্নিক চক্রবর্তী বলে চাঞ্চল্যকর দাবি করলেন পল্লবীর বন্ধু সায়ক। তিনি জানিয়েছেন, সাগ্নিককে তিনি সেভাবে চিনতেন না। তবে পল্লবী ও সাগ্নিকের অ্যানিভার্সারিতে লক্ষাধিক টাকার হার কিনেছিলেন অভিনেত্রীর লিভ ইন পার্টনার। সেই গয়না কিনতে ঐন্দ্রিলাকেই নিয়ে গিয়েছিলেন বলেন পল্লবীর ওই বন্ধু দাবি করেছেন। 

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে টেলি অভিনেত্রী পল্লবী দের বন্ধু সায়ক চক্রবর্তী জানান, ঐন্দ্রিলা যে কথাগুলো বলছে, তা মিথ্যা। তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে সায়ক জানান, সাগ্নিক ও পল্লবীর অ্যানিভার্সারিতে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। সেই সূত্রেই সাগ্নিকের সঙ্গে পরিচয় হয় বলে সায়ক দাবি করেছেন। সেই সময় সায়কের সঙ্গে ইনস্টাগ্রামে সাগ্নিক কথা বলেন। সাগ্নিক সায়কের কাছ থেকে পোশাক শিল্পীদের নম্বর চান। সাগ্নিক চাইছিলেন তিনি ও পল্লবী এক ধরনের পোশাক পরবেন। 

সায়ক চক্রবর্তী পাশাপাশি জানিয়েছেন, আনিভার্সারিতে কী উপহার দেওয়া যায়, সেই নিয়েও সাগ্নিক আলোচনা করেছিলেন। সাগ্নিক গয়না দিতে চেয়েছিলেন। সেই গয়না পছন্দ করার জন্য সায়ককে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু সায়কের সময় না হওয়ার কারণে ঐন্দ্রিলাকে নিয়ে যান। সায়ক জানিয়েছেন, তাঁরা একসঙ্গে সাগ্নিকের গাড়িতে ফেরেন। সগ্নিক তাঁর ও ঐন্দ্রিলার একটি ছবি সায়ককে পাঠান বলে অভিনেত্রীর বন্ধু দাবি করেছেন। 
সায়ক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, আনিভার্সারির আয়োজন দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। আনিভার্সারির জন্য বাওয়ালি রাজবাড়ি ভাড়া করা হয়েছিল। কেকের ভিতর আংটি ছিল। এই আয়োজন দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন, এত টাকা কোথা থেকে আসছে। তবে পল্লবী তাঁর খুব ভালো বন্ধু ছিল বলে এই ধরনের কোনও প্রশ্ন করেননি। 

মেয়ের মৃত্যুর পর পল্লবীর বাবা-মা সাগ্নিক চক্রবর্তী ও ঐন্দ্রিলার নামে অভিযোগ দায়ের করেন। গড়ফা থানার পুলিশ দফায় দফার জিজ্ঞাসাবাদ করার পর পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করে। 
 

Around The Web

Trending News

You May like