হৃত্বিকের অন্তর্বাসে হাত দিয়ে ছবি, তরুণীর সঙ্গে এ কী করছেন অভিনেতা!

হৃত্বিকের অন্তর্বাসে হাত দিয়ে ছবি, তরুণীর সঙ্গে এ কী করছেন অভিনেতা!

লন্ডন:  সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে এক মহিলাকে অন্তর্বাসে হাত ঢোকাতে দেখা গিয়েছে। আর তাতেই একের পর এক কমেন্ট করছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে কমেন্টে করেছেন খোদ অভিনেতা। 

লন্ডনের মাদাম তুসো-র মিউজিয়ামে হৃত্বিকের এক মহিলা ভক্ত সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন। সেখানেই হৃত্বিকের মোমের মূর্তির অন্তর্বাসে হাত ঢোকাচ্ছেন। এই ছবি শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষান্ত থাকেননি ওই মহিলা ভক্ত। সঙ্গে সঙ্গে হত্বিককে ট্যাগও করেছেন। এই ঘটনাকে বেশ মজার ছলেই নিয়েছেন অভিনেতা। তিনিও ছবির পাল্টা জবাব হিসেবে লিখেছেন, ‘ছবি তুলছ দুষ্টু মেয়ে, আই লাভ ইউ।’ 

সুঠাম শরীর, গমের মতো গায়ের রঙের জেরে হৃত্বিকের বরাবর মহিলা ভক্তের সংখ্যা বেশি। মহিসা সংক্রান্ত একাধিক বিতর্কেও জড়াতে দেখা গিয়েছে। কঙ্গনা রানাউতের সঙ্গে বিতর্ক আদালত অবধি গড়িয়েছিল। কঙ্গনা বিতর্কের পর সেভাবে কোনও অভিনেত্রীর সঙ্গে নাম জড়ায়নি। তবে গুঞ্জন তাঁর মন মজেছে সাবা আজাদের ওপর। হাত ধরে দুজনকে বিমান বন্দরে দেখতে পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে, ছুটি কাটাতে দুজনে গোয়া গিয়ছিলেন। 

এখন হৃত্বিক রোশন ‘বিক্রম বেধা’ নামের সিনেমার কাজে বেজায় ব্যস্ত। এই ছবিতে হৃত্বিকের সঙ্গে সঙ্গে সইফ আল খানেরও দেখা মিলবে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাশাপাশি তাঁকে ‘ফাইটার’ সিনেমাতে দীপিকা পাডুকোনের বিপরীতে দেখতে পাওয়া যাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =